TRENDING:

জানেন কি ৩১ জানুয়ারির পর ব্ল্যাকআউট হয়ে যেতে পারে আপনার টিভিতে !

Last Updated:
advertisement
1/7
জানেন কি ৩১ জানুয়ারির পর ব্ল্যাকআউট হয়ে যেতে পারে আপনার টিভিতে !
TRAI-র নয়া নির্দেশিকা অনুসারে ফেব্রুয়ারি থেকে টিভি দেখায় একটা বড় বদল আসতে চলেছে ৷ আর সার্ভিস প্রোভাইডারদের বেছে দেওয়া চ্যানেল নয় এবার উপভোক্তারা নিজেদের পছন্দ মতো চ্যানেল দেখতে পারবেন ৷ Photo- Collected
advertisement
2/7
এরপর থেকে বিভিন্ন কেবল টিভি অপারেটর থেকে শুরু করে DTH অপারেটর সকলেই নিজের গ্রাহকদের নানা রকম প্যাক বেছে নেওয়ার অপশন দিচ্ছেন ৷ Photo- Collected
advertisement
3/7
সব DTH তাদের উপভোক্তাদের বিভিন্ন অপশন বেছে নেোয়ার সুযোগ দিলেও একমাত্র TataSky নিজের গ্রাহকদের এরকম কোনও প্যাক বেছে নেওয়ার অপশন এখনও দেয়নি ৷ Photo- Collected
advertisement
4/7
যার ফলে ৩১ তারিখ অবধিই টিভি দেখতে পারবেন এই উপভোক্তারা ৷ TRAI-র নির্দেশে ১ ফেব্রুয়ারি থেকে টিভি দেখা বন্ধ হয়ে যাবে এই গ্রাকহকেদর ৷
advertisement
5/7
দিল্লি হাইকোর্ট এই বিষয়ে নোটিশও জারি করেছে ৷ তাদেরকে গ্রাহকদের জন্য বিভিন্ন প্ল্যান ও অফার সম্পর্কে জানাতে বলেছে ৷ ডিভিসন বেঞ্চের প্রধান বিচারপতি ভি কামেশ্বর জানিয়েছেন TRAI-র নয়া নির্দেশিকা মেনে যদি TataSky কোনও অপশন না দেয় তাহলে তাদেরকে আর সার্ভিস প্রোভাইড করতে দেওয়া হবে না ৷ Photo- Collected
advertisement
6/7
TRAI -র নির্দেশিকা অনুযায়ি কেবল ও DTH অপারেটরদের অন্তত ১৫ শতাংশ চার্জ কমাতে হবে ৷ এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিল TataSky, ভারতী টেলিমিডিয়া, ডিভকভারি ইন্ডিয়া এবং তরুণ মেহেতা ৷ এদের হয়ে সওয়াল করেছিলেন কপিল সিব্বল ৷ Photo- Collected
advertisement
7/7
অন্যদিকে TRAI-র পক্ষ থেকে ছিলেন তুষার সিং ও সাকেত সিং ৷ তবে DTH প্রোভাইডারদের জাঙ্ক প্যাক দেওয়ার চেষ্টাকে একেবারে খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/দেশ/
জানেন কি ৩১ জানুয়ারির পর ব্ল্যাকআউট হয়ে যেতে পারে আপনার টিভিতে !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল