Unlock 4.0: ১৭১ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হল দিল্লির ব্লু আর পিঙ্ক লাইন মেট্রো
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আপাতত তিন লাইনে মেট্রো চালু হলেও, রেড লাইন, গ্রিন লাইন ও ভায়োলেট লাইনে এখনও মেট্রো চালু হয়নি
advertisement
1/9

করোনার সংক্রমণ মাথাচাড়া দিতেই দেশজুড়ে শুরু হয় লকডাউন। গত ২২ মার্চ থেকে বন্ধ দিল্লির মেট্রো পরিষেবা। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ৭ সেপ্টেম্বর তেহকে ফের শুরু হয় মেট্রো পরিষেবা। তবে চলাচল শুরু করেছিল শুধুমাত্র ইয়েলো লাইন। আজ, ৯ সেপ্টেম্বর থেকে চালু হল ব্লু আর পিঙ্ক লাইনের মেট্রো। তবে একাধিক বিধি নিষেধ মানতে হবে যাত্রীদের।
advertisement
2/9
১৭১ দিন বন্ধ থাকার পর অবশেষে এই দুই রুটে চালু হল মেট্রো। হাঁফ ছেড়ে বাঁচল রোজকার আমজনতা।
advertisement
3/9
দিনের নির্দিষ্ট কিছু সময়ের জন্য চলবে মেট্রো। সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। ব্লু লাইন চলে গিয়েছে দ্বারকা সেক্টর ২১ থেকে ইলেকট্রনিক সিটি/বৈশালী পর্যন্ত। অন্যদিকে পিঙ্ক লাইন গিয়েছে মাজলিস পার্ক থেকে শিব বিহার পর্যন্ত।
advertisement
4/9
আপাতত মোট তিনটি লাইনে মেট্রো চালু হলেও থাকছে কড়া সতর্কতা। কন্টেনমেন্ট জোনের স্টেশনগুলিতে মেট্রো থামবে না। যাত্রীদের তাদের স্মার্টফোনগুলিতে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলা হয়েছে।
advertisement
5/9
আপাতত ৬৬টি মেট্রো চলবে। ধীরে ধীরে প্রতি লাইনে বাড়বে ট্রেনের সংখ্যাও। এমনই জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। (এটা দুবার লেখা হয়েছে)
advertisement
6/9
বারবার টোকেন ব্যবহারের ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যায়। তাই টোকেন পদ্ধতি পুরোপুরি বন্ধ থাকবে। যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করবেন। অনলাইনে কার্ড রিচার্জে জোর দেওয়া হবে।
advertisement
7/9
যাত্রীদেরকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হয়েছে। জানানো হয়েছে সুরক্ষার খাতিরে ৩০ মিলিলিটারের বেশি স্যানিটাইজার বহন করা যাবে না।
advertisement
8/9
আপাতত তিন লাইনে মেট্রো চালু হলেও, রেড লাইন, গ্রিণ লাইন ও ভায়োলেট লাইনে এখনও মেট্রো চালু হয়নি। আগামিকাল, সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে এই লাইঙ্গুলিতে শুরু হবে মেট্রো চলাচল।
advertisement
9/9
আনলক-৪ গাইডলাইনে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্র। যার পরেই মেট্রো চালানোর প্রাথমিক রূপরেখা ঘোষণা করে দিল্লি সরকার।