মর্মান্তিক পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যান পিষে দিয়েছে দুই বাইক আরোহী পড়ুয়াকে, মৃত ১
Last Updated:
advertisement
1/5

দিল্লি রোডে অচিনালাল থানার পাশে একটি বলেরো পিষে দিয়েছে দুই মোটর সাইকেল আরোহী পড়ুয়াদের ৷ ঘটনাস্থলেই মৃত এক ছাত্র যেখানে তার সঙ্গীও গুরুত্ব আহত হয়েছে ৷ অচিনা গ্রামেই বাসিন্দা ওই দুই পড়ুয়া ৷ প্রতীকী ছবি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃত পড়ুয়ার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গাতক গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ প্রতীকী ছবি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
মৃত পড়ুয়ার নাম নীতিশ ৷ সে তার এক সঙ্গীর সঙ্গে বাইকে করে দাদরির দিকে যাচ্ছিল ৷ অচিনালাল থানার সামনেই ভয়াবহ দুর্ঘনা ঘটেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
ঘটনার পরেই ঘাতক চালক পালাতে সক্ষম হয়েছে ৷ দুই আহত পড়ুয়াকে দাদরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই নীতিশকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ অন্যজন অশোক কুমারকে প্রাথমিক চিকিৎসার পরে পিজিআইতে পাঠানো হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
পড়ুয়ার বাড়ির লোকজনদেরই খবর দেওয়া হয়েছে ৷ মৃত নীতিশ ও জখম অশোকের পরিবারের বয়ানের ভিত্তিতে পুলিশ কতিয়ে দেখছে পরিস্থিতি শুরু হয়েছে পূর্ণাহ্গ তদন্ত ৷ ছবি সংগৃহীত ৷