জনপ্রিয় সঙ্গীতশিল্পী! ভোটে জিতলে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হবেন তিনিই! বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরকে চিনে নিন
- Published by:Tias Banerjee
Last Updated:
Maithili Thakur election result বিহারের আলিনগরে বিজেপি প্রার্থী ও গায়িকা মৈথিলী ঠাকুর এগিয়ে, প্রাথমিক গণনায় লিড স্পষ্ট! জিতলে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হবেন তিনিই!
advertisement
1/10

বিহার নির্বাচনে আলিনগর আসন থেকে বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী এই প্রার্থী গণনার ১১ রাউন্ড শেষে ৮,৫৫১ ভোটে এগিয়ে আছেন। চোখ এখন তাঁর দিকেই। জানেন কে এই মৈথিলী?
advertisement
2/10
লোকসঙ্গীতের পরিচিত মুখ মৈথিলী ঠাকুর যখন রাজনীতিতে নামেন, তখন অনেকেই তাঁকে “নতুন মুখ” হিসেবে দেখেছিলেন। কিন্তু ফলিত ভোটের ধারা বলছে অন্য গল্প। তিনি ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন এবং আরজেডি–র প্রবীণ নেতা বিনোদ মিশ্রকে পিছনে ফেলে এখন যথেষ্ট আরামে এগিয়ে আছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফলের ধারা যদি বজায় থাকে, তাহলে তিনি হতে চলেছেন বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক।
advertisement
3/10
এই বছরের জুলাই মাসেই তিনি ২৫–এ পা দিয়েছেন, আর প্রথমবার নির্বাচনে লড়েই যে এমন দাপট দেখাবেন, তা অনেকে ভাবেননি।
advertisement
4/10
এএনআই–কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মৈথিলী ঠাকুর বলেন, “এটা সত্যিই স্বপ্নের মতো। মানুষ আমার প্রতি অনেক প্রত্যাশা রেখেছে… এটা আমার প্রথম মেয়াদ হবে এমএলএ হিসেবে, আর আমি আমার এলাকার জন্য প্রাণপণ চেষ্টা করবো। আমি আমার মানুষদের মেয়ে হয়ে তাদের জন্য কাজ করব। এখন আমার চোখে শুধু আলিনগর, আর কীভাবে ওদের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারবো, সেটাই ভেবে চলেছি।”
advertisement
5/10
এর আগে প্রচারের সময় তিনি বলেছিলেন—যদি জয়ী হন, তাহলে আলিনগরের নাম পরিবর্তন করে ‘সীতানগর’ রাখার উদ্যোগ নেবেন। আজ সকালেও তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রতিশ্রুতি পুনরায় উল্লেখ করেছেন।
advertisement
6/10
মৈথিলী ঠাকুর মূলত সঙ্গীত জগতের পরিচিত মুখ। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, মৈথিলী লোকগান, ভোজপুরি সঙ্গীত, ভক্তিমূলক ভজন এবং হালকা ধাঁচের ফিল্মি গান—সব ধারাতেই দক্ষ। তাঁর কণ্ঠে লোকসঙ্গীতের ঐতিহ্য যেমন শক্তভাবে ধরা পড়ে, তেমনই সমসাময়িক সুরের সঙ্গে মিশে যায় সহজাতভাবে।
advertisement
7/10
তিনি মধুবনির বেনিপট্টিতে জন্মেছেন। পরে তাঁর পরিবার সঙ্গীত–চর্চার আরও সুযোগের জন্য উঠে আসে দিল্লির দ্বারকায়। তাঁর বাবা রমেশ ঠাকুর পেশায় সঙ্গীত শিক্ষক, আর খুব ছোটবেলা থেকেই বাবা এবং দাদুর কাছে তাঁকে নিয়মিত গানের তালিম দেওয়া হয়। এই পারিবারিক সঙ্গীত পরিবেশই তাঁকে শৈশব থেকেই গভীরভাবে সঙ্গীতে যুক্ত করে।
advertisement
8/10
২০১৭ সালে তিনি রাইজিং স্টার ইন্ডিয়া রিয়েলিটি শো–তে অংশ নিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। এর পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন—বিশেষত ইউটিউবে তাঁর ফোক, ক্লাসিক্যাল ও ভজন পরিবেশনার ভিডিওগুলো বিপুল দর্শক টানে।
advertisement
9/10
এই নির্বাচনই মৈথিলী ঠাকুরের প্রথম রাজনৈতিক ময়দানে পা রাখা। কিন্তু অল্প সময়েই তিনি জনসংযোগ, বক্তব্য এবং সাংস্কৃতিক প্রভাবের কারণে আলিনগরে শক্ত জমি তৈরি করেছেন। তাঁর জনপ্রিয়তা এবং তরুণ ছন্দ অনেক ভোটারের কাছে নতুন আশার বার্তা হিসেবে ধরা দিয়েছে।
advertisement
10/10
গণনার ধারায় যে তিনি এগিয়ে আছেন, তা থেকেই বোঝা যায়—গানের জগতের তারকা এবার রাজনীতিতেও বড় চমক দিতে চলেছেন।