২৫ কোটিতে কপাল খুলল অটোচালকের! ৫৫ বছর ধরে চলছে দেশের এই রাজ্যে লটারির ব্যবসা
- Published by:Suman Majumder
Last Updated:
Kerala Lottery: ২৫ কোটি টাকা। অটোচালকের ভাগ্য খুলে গেল। ভারতে লটারির টিকিট খেলার ইতিহাস জানেন তো!
advertisement
1/7

advertisement
2/7
কেরলে ১৯৬৭ সাল থেকে চলছে লটারির টিকিটের ব্যবসা। কেরলের সরকার এই ব্যবসা নিয়ন্ত্রণ করে। লটারির টিকিটের ব্যবসা থেকে ব্যাপক রেভিনিউ আসে কেরলের সরকারের।
advertisement
3/7
১৯৬৭ সালে তৎকালীন মন্ত্রী পিকে কুঞ্জুর মনে হয়েছিল, লটারির ব্যবসা থেকে সরকারের মোটা টাকা রেভিনিউ আসতে পারে। যে রাজস্ব আদায় হবে তা তিনি স্বাস্থ্য খাতে ও দুঃস্থদের জন্য খরচ করবেন বলে ঠিক করেন।
advertisement
4/7
অনুপ যে টিকিট কেটেছিলেন সেটির দাম ছিল ৫০০ টাকা। বছরে একবারই এই টিকিট পাওয়া যায়। প্রতি বছর কেরলে গড়ে ৬৬ লাখ ওনাম টিকিট বিক্রি হয়।
advertisement
5/7
৫০০ টাকার টিকিটের ২৫ শতাংশ পায় এজেন্ট। এছাড়া সপ্তাহে অনেক লটারির ড্র খেলা হয়। কেরলের সরকার লটারির থেকে আদায় করা রাজস্ব দিয়ে সিনিয়র সিটিজেন-দের জন্য প্রকল্প শুরু করেছে।
advertisement
6/7
সারা দেশে ১৩টি রাজ্যে কাগজের লটারির টিকিট বিক্রি হয়। তবে বহু রাজ্যের সরকার লটারি খেলা জুয়া বলে মনে করে। তবে ভারতে এখনও অনলাইন লটারি চালু হয়নি।
advertisement
7/7
আসাম, অরুণাচল প্রদেশ, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং সিকিমে লটারির খেলা জনপ্রিয়। এই রাজ্যগুলিতে লটারির টিকিট ১ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়৷ কেরলে প্রতিদিন ৯০ লাখ লটারির টিকিট বিক্রি হয়।