Heart Attack in School: স্কুলে টিফিনবক্স খুলে খেতে যাচ্ছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী, হঠাৎ লুটিয়ে পড়ল মাটিতে, মুহূর্তে মৃত্যু
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Child heart Attack: রাজস্থানের সিকারে ঘটল ভয়ঙ্কর ঘটনা! স্কুলে খাওয়ার জন্য টিফিন বক্স খুলেছিল এক শিশু, তার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে। ঘটনার জেরে হইচই পড়ে যায়।
advertisement
1/6

রাজস্থানের সিকারে ঘটল ভয়ঙ্কর ঘটনা! স্কুলে খাওয়ার জন্য টিফিন বক্স খুলেছিল এক শিশু, তার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে। ঘটনার জেরে হইচই পড়ে যায়।
advertisement
2/6
জানা গিয়েছে, নয় বছরের ওই স্কুলছাত্রী পরপর হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে পর পর হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই ওই স্কুলের কর্মকর্তারা বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। Representative Image
advertisement
3/6
মেয়েটির নাম প্রাচী কুমাওয়াত, সে আদর্শ বিদ্যামন্দিরের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
advertisement
4/6
“শিশুটির হার্ট অ্যাটাক হয়েছিল। স্কুলে তার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়," দন্ত কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক আরকে জানগিদ এমনটাই জানিয়েছেন। তবে তিনি আরও যোগ করেছেন যে মেয়েটির হৃদরোগের জন্মগত কোনও সমস্যা ছিল না।
advertisement
5/6
আদর্শ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক নন্দ কিশোর ইন্ডিয়ান এক্সপ্রেস রাজস্থানকে বলেছেন, “প্রাচী তার টিফিনবক্স খোলার সময় প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল। মঙ্গলবার সকাল ১১টার দিকে এটি ঘটেছিল... টিফিনবক্স হাত থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। আমরা সবাই তখন স্কুলের মাঠে ছিলাম, তখনই তাকে হাসপাতালে নিয়ে যাই।" Representative Image
advertisement
6/6
“শিক্ষার্থীদের অজ্ঞান হওয়া নতুন কিছু নয় এবং আমরা সাধারণত তাদের কিছু জল দিলে তারা সুস্থ হয়ে যায়। তবে, তার পরিস্থিতি অন্যরকম ছিল। তাই, আমরা তাকে CHC-তে নিয়ে যাই। সেখানে, চিকিৎসকদের সাহায্যে অল্প অল্প করে সুস্থ হয়ে উঠছিল।" প্রতীকী ছবি৷