Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে শুধু নারী শক্তিরই জয় জয়কার! সামনে এল অস্ত্র শনাক্তকরণ রাডার ‘স্বাতী’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রিপাবলিক প্যারেড শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ৷ ১২০ মিনিট ধরে চলে গোটা অনুষ্ঠান৷ ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে থিম রাখা হয়েছিল ‘ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ ডেমোক্র্যাসি’৷ এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়৷
advertisement
1/7

আজ প্রজাতন্ত্র দিবস পালন করছে গোটা দেশ৷ সকাল সকাল দিল্লির রাজপথেও প্রথামতো হয়ে গেল কুচকাওয়াজ অনুষ্ঠান৷ সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দৌপদী মূর্মূ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান অতিথি তথা ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ৷
advertisement
2/7
রিপাবলিক প্যারেড শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ৷ ১২০ মিনিট ধরে চলে গোটা অনুষ্ঠান৷ ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে থিম রাখা হয়েছিল ‘ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ ডেমোক্র্যাসি’৷ এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়৷
advertisement
3/7
এই প্রথম শঙ্খনাদের মাধ্যমে ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে ১০০ জনেরও বেশি মহিলা শিল্পী দিল্লি রাজপথ, তথা কর্তব্য পথে কুচকাওয়াজ করেন৷
advertisement
4/7
এই প্রথমবার একটি সর্ব-মহিলা ত্রি-সেবা দল কর্তব্য পথে কুচকাওয়াজ করে। মহিলা পাইলটরাও 'নারী শক্তি'-এর প্রতিনিধিত্ব করে ফ্লাই পাস্টের সময়ে দর্শকদের মুগ্ধ করেন। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এর কন্টিনজেন্টগুলিও শুধুমাত্র মহিলা কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছিল এদিন।
advertisement
5/7
সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে, প্রথমে আসে ৬১ নম্বর অশ্বারোহী বাহিনীর মহিলা জওয়ানেরা৷ যে দলটির নেতৃত্বে ছিলেন মেজর যশদীপ আহলাওয়াত। ৬১ অশ্বারোহী বিশ্বের একমাত্র সক্রিয় ঘোড়া অশ্বারোহী রেজিমেন্ট।
advertisement
6/7
পরবর্তী কন্টিনজেন্ট ছিল স্বাতী - ওয়েপন লোকেটিং রাডার সিস্টেম, যার নেতৃত্বে ছিলেন আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট দীপ্তি রানা। অস্ত্র শনাক্তকরণ রাডার SWATI, DRDO এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা তৈরি, একটি অত্যন্ত মোবাইল রাডার সিস্টেম যা স্বয়ংক্রিয় প্রথম রাউন্ড সনাক্তকরণের জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement
7/7
ভারতীয় বিমান বাহিনী (IAF) স্কোয়াড্রন লিডার রশ্মি ঠাকুরের নেতৃত্বে 144 জন এয়ারম্যান এবং চারজন অফিসার নিয়ে গঠিত। স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব এবং প্রতীতি আহলুওয়ালিয়া এবং ফ্লাইট লেফটেন্যান্ট কীর্তি রোহিল যারা কন্টিনজেন্ট কমান্ডারের পরে সুপারনিউমারারি অফিসার হিসাবে মার্চ পাস্ট করেন।