Jalikattu: রক্তাক্ত তামিলনাড়ু! জালিকাট্টুতে অন্তত সাত জনের মৃত্যু, আহত ৪০০! এই রীতি সম্পর্কে জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জালিকাট্টু প্রতিযোগিতায় তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় একদিনে মৃত্যু হল সাত জন ব্যক্তির। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৪০০ জন। শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি ষাঁড়েরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
1/6

জালিকাট্টু প্রতিযোগিতায় তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় একদিনে মৃত্যু হল সাত জন ব্যক্তির। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৪০০ জন। শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি ষাঁড়েরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
2/6
মাদুরাইয়ে আলাঙ্গানাল্লুরে প্রতিযোগিতার সময় ষাঁড়ের গুঁতোয় গুরুতর আহত হন এক দর্শকও। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতীকী ছবি শিবগঙ্গায় এই ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক দর্শকের, ষাঁড়ের মালিক এবং একটি ষাঁড়ের মৃত্যুও হয়েছে। প্রতীকী ছবি
advertisement
3/6
অপর দিকে, কারুরে বছর ছেষট্টির এক দর্শক ষাঁড়ের গুঁতোয় বুকে প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দর্শকের। এছাড়াও পৃথক পৃথক ঘটনায় পুডুকোট্টাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি
advertisement
4/6
গত ১৬ জানুয়ারি কান্নুমে পোঙ্গল দিবসে উপলক্ষে মাদুরাইয়ে জালিকাট্টু পালিত হয়। প্রতীকী ছবি
advertisement
5/6
সেই প্রতিযোগিতা দেখতে এসে ৭০ জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রতীকী ছবি
advertisement
6/6
পুডুকোট্টাই জেলায় এই প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগী-সহ দশ জনেরও বেশি আহত হন। অন্য দিকে, ওই জেলারই আরও এক প্রান্তে ১৯ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। প্রতীকী ছবি