TRENDING:

22nd January Ram Mandir Inauguration: চোখধাঁধানো সৌন্দর্য...! দিনেই নয়, রাতের অন্ধকারেও জ্বলজ্বল করছে রামলালার সুবিশাল মন্দির! অপেক্ষার আর ৪৮ ঘণ্টা

Last Updated:
22nd January Ram Mandir Inauguration: ভগবান রামকে স্বাগত জানাতে শুধু রাম মন্দির নয় গোটা শহর অযোধ্যা আজ অপেক্ষায়। দিনের আলোয় জ্বলজ্বল করছে রামলালার বিশাল প্রাসাদগৃহটি। রাতে চাঁদের জোৎস্না ধোয়া আলোতেও যেন সেই মহিমার ঝলকানি মন্দির গাত্রে।
advertisement
1/8
চোখধাঁধানো সৌন্দর্য..! দিনেই নয়, অন্ধকারেও জ্বলজ্বল করছে রামলালার সুবিশাল মন্দির
ভগবান রামকে স্বাগত জানাতে শুধু রাম মন্দির নয় গোটা শহর অযোধ্যা আজ অপেক্ষায়। দিনের আলোয় জ্বলজ্বল করছে রামলালার বিশাল প্রাসাদগৃহটি। রাতে চাঁদের জোৎস্না ধোয়া আলোতেও যেন সেই মহিমার ঝলকানি মন্দির গাত্রে।
advertisement
2/8
রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চলছে তোড়জোড়। সেজে উঠেছে অযোধ্যা। আটচল্লিশ ঘন্টাও বাকি নেই প্রাণ প্রতিষ্ঠার। আজ থেকেই কার্যত এসপিজির দখলে গোটা অযোধ্যা।
advertisement
3/8
সূত্রের খবর, সোমবার দুপুর ১২টা ১৫ থেকে ১২টা পঁয়তাল্লিশের মধ্যে হবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। সেসময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ পাঁচজন।
advertisement
4/8
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস।
advertisement
5/8
রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো। এর জন্য আচার্যদের নিয়ে তিনটি পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শংকরাচার্য বিজেন্দ্র সরস্বতী। কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল।
advertisement
6/8
অযোধ্যার জাঁকজমক দেখে আপ্লুত দেশবাসী। অযোধ্যার রাজপথ জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হচ্ছে
advertisement
7/8
রামলালা-র প্রাণ প্রতিষ্ঠার পবিত্র উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে করা হয়েছে বড় ঘোষণা৷ ২২ জানুয়ারি কেন্দ্রের পক্ষ থেকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে৷
advertisement
8/8
ফলে সমস্ত সরকারি অফিসে সেদিন অর্থাৎ সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে সোমবার হাফডে হবে৷ জনমানসে রামমন্দির নিয়ে এক বিপুল ভাবাবেগের সৃষ্টি হয়েছে৷ আর সেই আবেগকে মান্যতা দিতেই ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র৷
বাংলা খবর/ছবি/দেশ/
22nd January Ram Mandir Inauguration: চোখধাঁধানো সৌন্দর্য...! দিনেই নয়, রাতের অন্ধকারেও জ্বলজ্বল করছে রামলালার সুবিশাল মন্দির! অপেক্ষার আর ৪৮ ঘণ্টা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল