TRENDING:

Anushka Sharma Birthday: হুবহু মিলে গিয়েছিল অনুষ্কা শর্মার ভবিষ্যদ্বাণী! আজ তাঁর জন্মদিন, বিরাট লিখলেন...

Last Updated:
Anushka Sharma Birthday: ১লা মে অনুষ্কা শর্মার জন্মদিন। তিনি আজ ৩৬ বছরে পা দিলেন। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানান।
advertisement
1/6
হুবহু মিলে গিয়েছিল অনুষ্কা শর্মার ভবিষ্যদ্বাণী! আজ তাঁর জন্মদিন, বিরাট লিখলেন...
বলিউডকে তিনি প্রায় বিদায় জানিয়ে ফেলেছেন। দুই সন্তানকে নিয়ে এখন তিনি পাকা গৃহিণী। সিনেমার জগত থেকে তিনি অনেকটাই দূরে। এখন তো আবার এমনও শোনা যাচ্ছে, বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা দুই সন্তানকে নিয়ে লন্ডনে পাকাপাকি থাকবেন।
advertisement
2/6
অনুষ্কা এবং বিরাটের ভারত ছাড়ার কারণ জানান অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাকে নিজেই জানিয়েছিলেন অনুষ্কা। আর সেই কারণ বেশ অপ্রিয় সত্যের মতো। তিনি বলেন, কোহলি ও অনুষ্কা এখানে তাদের সাফল্যের জন্য বিড়ম্বনার মধ্যে পড়েন। সর্বত্র তাঁদের ঘিরে ক্যামেরা, ভক্তদের ভিড়। তাঁরা ব্যক্তিগত জীবন উপভোগ করতে চান। আর ছেলেমেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান।
advertisement
3/6
১লা মে তিনি ৩৬ বছরে পা দিলেন। অনুষ্কা শর্মার জন্মদিনে তাঁর এক ভবিষ্যদ্বাণী আবার নতুন করে ভাইরাল। একবার এক সাক্ষাৎকারে অনুষ্কা নিজের ব্যাপারে সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর সেটা হুবহু মিলে গিয়েছে।
advertisement
4/6
সেই সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, ১০-১৫ বছর পর আমি আর অভিনেত্রী হিসেবে কাজ করতে চাই না। ততদিনে বিবাহিত হয়ে যাব, চুটিয়ে সংসার করব। সন্তানদের গাড়ি চালিয়ে স্কুলে দিয়ে আসব। প্রশংসা পেতে তো সবারই ভাল লাগে। তবে আমাদের এই পেশাটা এমন যে এখানে একবার ঢুকে পড়লে আমি আর কী কী পারি সেটা অনুভব করতে পারি না। 
advertisement
5/6
২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা। তার পর থেকেই ধীরে ধীরে সিনেমা জগতের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। জিরো সিনেমায় শেষবার দেখা যায় তাঁকে। তবে ঝুলন গোস্বামীর বায়োপিকে তাঁকে দেখা যাবে বলে জানা যায়।
advertisement
6/6
এরই মধ্যে স্ত্রীর জন্মদিনে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখলেন- আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, জীবনসঙ্গিনী, আমার নিরাপদ আশ্রয়, আমার সব কিছু। তুমি আমাদের জীবনের পথ দেখানো আলো। আমি তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালবেসে ফেলছি। জন্মদিনের অনেক শুভেচ্ছা।
বাংলা খবর/ছবি/দেশ/
Anushka Sharma Birthday: হুবহু মিলে গিয়েছিল অনুষ্কা শর্মার ভবিষ্যদ্বাণী! আজ তাঁর জন্মদিন, বিরাট লিখলেন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল