কাশ্মীরে সেনা হেড কোয়ার্টারে জঙ্গি হামলার Exclusive ছবি
Last Updated:
রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে হামলা চালায় কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে।
advertisement
1/4

রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে হামলা চালায় কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে। সেনা সূত্রে খবর, ১২ ব্রিগেড হেড কোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা ঘটানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু জওয়ানদের তত্পরতায় সেই ছক ভেস্তে যায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গুলির লড়াই চলে। আহত হন বেশ কয়েক জন জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্য কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে।
advertisement
2/4
প্রায় ছয় ঘণ্টার গুলির লড়াইয়ে কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলাকারী ৪ জঙ্গিকে খতম করল সেনারা। এই হামলায় নিহত হয়েছেন ১৭ জওয়ানও।
advertisement
3/4
জঙ্গি হামলার পর থেকেই উরি শহরে সেনাবাহিনীর তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। কড়া নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা রাতের অন্ধকারে সীমান্ত টপকে শহরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/4
শ্রীনগর যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, কাশ্মীর যাচ্ছেন সেনা প্রধান দলবীর সিং-ও ৷