TRENDING:

Laptop Saree | Viral | Shantipur: এবছরের ট্রেন্ড শান্তিপুরের 'ল্যাপটপ' শাড়ি! দাম মাত্র ৭০ টাকা! বিশ্বাস না হলে নিজেই দেখুন!

Last Updated:
Laptop Saree | Viral | Shantipur: ৭০ টাকায় এত ভাল শাড়ি! জানলে অবাক হবেন
advertisement
1/9
এবছরের ট্রেন্ড শান্তিপুরের 'ল্যাপটপ' শাড়ি! দাম মাত্র ৭০ টাকা! ঝটপট কিনুন!
শান্তিপুরের শাড়ি ও জগৎজোড়া বিখ্যাত। এই এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় রয়েছে একাধিক তাঁতের শাড়ির দোকান। হ্যান্ডলুম, পাওয়ারলুম, ঠকঠকি তাঁত ইত্যাদির আওয়াজ শোনা যায় সর্বত্র। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
2/9
এই শাড়ি বর্তমানে রফতানি করা হয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। তার প্রধান কারণ এখানকার শাড়ির দাম অত্যন্ত কম। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
3/9
বিভিন্ন তাঁতের জামদানি শাড়ি হাতের সুক্ষ কাজ করা শাড়ি ইত্যাদি নানারকম রংবেরঙের ডিজাইনের কিন্তু ভিড় করেন ক্রেতারা। বিভিন্ন রকম ডিজাইনের সঙ্গে এই শাড়িগুলির নামও হয় বেশ আকর্ষণীয়। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
4/9
বাহা, ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন ট্রেন্ডিং বস্তুর সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় শাড়ির। এবং সেই সমস্ত শাড়িগুলির দামও হয় অত্যন্ত কম। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
5/9
বর্তমানে শান্তিপুরের এক জনপ্রিয় শাড়ি যার নাম ল্যাপটপ। শুধু নামই নয় নামের পাশাপাশি দামেও অত্যন্ত সস্তা। শান্তিপুরের শাড়ি বিক্রেতাদের থেকে জানা যায় ৭০ থেকে ৮০ টাকার মধ্যে প্রতি পিস পাওয়া যায় ল্যাপটপ শাড়ি। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
6/9
তবে কোন ব্যক্তি যদি চান এই দামে এক পিস শাড়ি কিনতে তা কিন্তু অবশ্যই ওই দামে পাওয়া যাবে না। তারা জানান এখানেই শাড়িগুলি মূলত তৈরি হয় এবং এখান থেকেই কাপড় বিক্রেতারা পাইকারি হারে এই শাড়ি গুলি কেনেন। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
7/9
পাইকারি হারে এই শাড়িগুলোর দাম ৭০ থেকে ৮০ টাকা করে প্রতি পিস ধার্য করা হয়ে থাকে। যদিও সময় অনুযায়ী এই দাম কমে এবং বাড়ে বলেও জানান তিনি। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
8/9
বিক্রেতা মানিক দেবনাথ জানান, বর্তমানে ল্যাপটপ শাড়িটির চাহিদা অত্যন্ত বেশি। যদি ওই শাড়ি গুলি আমরা পাইকারি হারে প্রায় শতাধিকের ওপরে কিনে থাকি শান্তিপুরের বিভিন্ন কাপড় উৎপাদনকারী মালিকদের কাছ থেকে। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
advertisement
9/9
সেই কারণেই প্রতি পিস হিসেবে ৭০ থেকে ৮০ টাকা ধার্য করা হয়ে থাকে! অন্যান্য শাড়ি তুলনায় শাড়ি গুলি একটু মোটা ধরনের হয়। (ছবি ও লেখা: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/নদিয়া/
Laptop Saree | Viral | Shantipur: এবছরের ট্রেন্ড শান্তিপুরের 'ল্যাপটপ' শাড়ি! দাম মাত্র ৭০ টাকা! বিশ্বাস না হলে নিজেই দেখুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল