Murshidabad News: পুজোর মুখে সবজির দাম আকাশ ছোঁয়া, সংসার চালাতে পকেটে টান
Last Updated:
অসময়ের বৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালি-পনাকেই দায়ী করছেন ক্রেতা-বিক্রেতা সকলে৷
advertisement
1/7

প্রকৃতির খামখেয়ালিপনায় ঘোর বর্ষা কালেও দেখা মেলেনি বৃষ্টির। আবার আশ্বিনেও তীব্র তাপপ্রবাহে নাজেহাল রাজ্যবাসী। প্রকৃতিতে তীব্র দাবদাহের মতোই সবজির বাজারেও যেন তাপপ্রবাহ চলছে। দুই তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস করছেন মধ্যবিত্ত। (কৌশিক অধিকারী)
advertisement
2/7
এ অবস্থায় এক ঝোলা সব্জি বাজার করতে গেলেও পকেটে পড়ছে টান। আকাশ ছোঁয়া শাক সবজির দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস ফেলছেন ক্রেতারা।
advertisement
3/7
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের অন্যতম সবজি মান্ডি নতুন বাজার। ক'দিন আগেও এই সব্জি বাজারে টাটকা বাজার কিনতে ভিড় জমাতেন বহু মানুষ। কিন্তু হালে বাজারে এসেও বাজার করতে ভয় পাচ্ছেন সকলেই। একটা পাতি লেবুর দাম ৬ থেকে ৭টাকা।
advertisement
4/7
আশ্বিনের প্রথমে বৃষ্টির কারণে সবজি পচে যাওয়ার কারণে অগ্নিমূল্য বাজার দর। এক নজরে সবজির দামের তালিকা- লেবু ৬-৭টাকা প্রতি পিস, পটল কিলো প্রতি ২৫টাকা, শশা কিলো প্রতি ৪০টাকা, আলু ৩০টাকা প্রতি কেজি।
advertisement
5/7
পেঁয়াজ ৩৫টাকা কেজি, আদা ৪০টাকা কেজি, রসুন কিলো প্রতি ৪০টাকা,লঙ্কা ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি, পালং শাক ৬০ টাকা কেজি। টমাটো ৬০ -৭০ টাকা কেজি। মুলো ১৫টাকা কেজি, ক্যাপসিকাম ১২০টাকা কেজি, কুমড়ো ২৫ টাকা কেজি, বাঁধাকপি ও ফুলকপি ৪০টাকা করে বিক্রি হচ্ছে বাজারে।
advertisement
6/7
যদিও বিক্রেতাদের দাবি, একেই বর্ষাকালে বৃষ্টি হয়নি তার ওপর আশ্বিনের অসময়ে বৃষ্টি। আর তার জেরেই সবজির ফলন কম হওয়ার দাম আকাশ ছোঁয়া। তার সঙ্গে রয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি। যার খেল দেখতে হচ্ছে সাধারণ মানুষকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে কাঁচা সবজির দামেও বৃদ্ধি ঘটছে। গগনচুম্বী দামের ফলে ক্রেতার পাশাপাশি বিক্রেতারাও পড়েছেন সমস্যায়।
advertisement
7/7
বিক্রেতাদের দাবি, দ্রব্য মুল্য বৃদ্ধির ফলে সমস্যায় আছি। ক্রেতাদের দাবি, সবজিতে হাত দিতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। বাজারে দৈনন্দিন জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। দুর্গাপুজোর আগে দৈনিক দাম বৃদ্ধির ফলে সবজির ব্যাগ ভর্তি করতে পারছেন না ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে পথে নামুক সরকার চাইছেন ক্রেতারাও।