TRENDING:

West Bengal Weather Alert:  কুয়াশা কমতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে কনকনে ঠান্ডা! বাংলার এই শহরে আবহাওয়ার বড় সতর্কতা!

Last Updated:
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল।
advertisement
1/6
কুয়াশার দাপট কমলেও কাঁপন ধরাচ্ছে ঠান্ডা! জেনে নিন মালদহের আবহাওয়া আপডেট
কুয়াশার দাপট কমলেও ঠান্ডার প্রভাব ব্যাপক হারে মালদহে। সামান্য কিছুটা কমেছে তাপমাত্রা। যার জেরে জেলায় এখনও ঠান্ডা রয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। তবে বুধবার আবারও কিছুটা তাপমাত্রা হ্রাস পেয়েছে।
advertisement
2/6
বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল থেকেও জেলায় ব্যাপক ঠান্ডা। তবে এদিন সকাল থেকে কিছুটা হলেও কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার আচ্ছাদন দূর হয়ে সূর্যের দেখা মেলে। প্রতিবেদন : হরষিত সিংহ
advertisement
3/6
সকাল থেকেই আকাশ ছিল রোদ ঝলমলে। এ সপ্তাহে আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস দিলেও বর্তমানে আকাশ ঝলমলে থাকায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল।
advertisement
4/6
বর্তমানে সেই সম্ভাবনা দূর হয়েছে। আপাতত স্বস্তি জেলাবাসীর।তবে এখনো ঠান্ডার দাপট থাকবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : হরষিত সিংহ
advertisement
5/6
বৃহস্পতিবার জেলার তাপমাত্রা এমনটাই থাকার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ এমন ঠান্ডা থাকবে। জেলায় কুয়াশার দাপট কিছুটা কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে। এদিকে ঠান্ডা থাকলেও জেলার আবহাওয়া ভালো থাকায় চাষবাসের পক্ষে ব্যাপক অনুকূল।
advertisement
6/6
বিশেষ করে আলু ও সরিষা চাষের পক্ষে এমন আবহাওয়া অনেকটাই উপকার করবে বলে জানাচ্ছেন মালদহ জেলা কৃষি দফতরের কর্তারা। কুয়াশা কমতে থাকায় স্বাভাবিক ছন্দে ফিরতে মানুষ। প্রতিবেদন : হরষিত সিংহ
বাংলা খবর/ছবি/মালদহ/
West Bengal Weather Alert:  কুয়াশা কমতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে কনকনে ঠান্ডা! বাংলার এই শহরে আবহাওয়ার বড় সতর্কতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল