TRENDING:

Zucchini or Dhundhul to control Constipation: ঝোপঝাড়ে গাদা গাদা হয়ে থাকা সস্তার সবজিতেই আটকাবে চুল পেকে যাওয়া! অ্যানিমিয়া, কোষ্ঠকাঠিন্যেরও যম! শুধু এঁরা খেলেই চরম বিপদ

Last Updated:
Zucchini or Dhundhul to control Constipation: এই সবজিতে আছে প্রচুর আয়রন৷ রক্তাল্পতা রোগ নিয়ন্ত্রণে এই আয়রন খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ৷ ধুঁধুঁলের এডিবল ফাইবার সারিয়ে তোলে কোষ্ঠকাঠিন্য ও হজমের অন্যান্য সমস্যা
advertisement
1/6
সস্তার সবজিতেই বন্ধ চুল পাকা! অ্যানিমিয়া কোষ্ঠকাঠিন্যেরও যম! শুধু খাবেন না এঁরা
ঝুপসি লতানে গাছ ভরে হয় লম্বাটে ধুঁধুঁল৷ গ্রাম বাংলায় আনাচে কানাচে প্রচুর পরিমাণে হয় এই সবজি৷ সস্তায় পুষ্টিকর হিসেবে এই সবজির তুলনা নেই৷ কেন খাবেন এই সবজি, জানুন৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
2/6
ধুঁধুঁলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ধারালো করে৷ চোখের জটিল অসুখ ঠেকিয়ে রাখে এর পুষ্টিগুণ৷ এর ডায়েটরি ফাইবারের গুণে দীর্ঘ ক্ষণ পূর্ণ বোধ করবেন৷ ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমবে৷ নিয়ন্ত্রণে থাকবে ওজন৷
advertisement
3/6
এই সবজিতে আছে প্রচুর আয়রন৷ রক্তাল্পতা রোগ নিয়ন্ত্রণে এই আয়রন খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ৷ ধুঁধুঁলের এডিবল ফাইবার সারিয়ে তোলে কোষ্ঠকাঠিন্য ও হজমের অন্যান্য সমস্যা৷
advertisement
4/6
এই সবজির জলীয় অংশ হাইড্রেটেট ও শীতল রাখে শরীরকে৷ জলের ঘাটতি হতে দেয় না৷ লিভারের সুস্থতা বজায় থাকে ধুঁধুঁলের খাদ্যগুণে৷ এই সবজির ভিটামিন এ, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷
advertisement
5/6
ধুঁধুঁলের বীজের উৎসেচক বা এনজাইম রোধ করে অকালপক্বতা৷ কারণ চুলের গোড়ায় মেলানিন ধরে রাখে৷ তাই চুল পাকার প্রবণতা কমে৷
advertisement
6/6
তবে বেশি খেলে ধুঁধুঁল থেকেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ ছোট শিশু, অন্তঃসত্ত্বা এবং হৃদরোগীদের ক্ষেত্রে এই সবজি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zucchini or Dhundhul to control Constipation: ঝোপঝাড়ে গাদা গাদা হয়ে থাকা সস্তার সবজিতেই আটকাবে চুল পেকে যাওয়া! অ্যানিমিয়া, কোষ্ঠকাঠিন্যেরও যম! শুধু এঁরা খেলেই চরম বিপদ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল