TRENDING:

Zombie Virus: সাবধান! খোঁজ মিলল প্রায় ৫০ হাজার বছর পুরনো 'জম্বি' ভাইরাসের, ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা

Last Updated:
Zombie Virus: ফের নয়া ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বরফের তলায় চাপা ভাইরাস থেকে সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই ভয়ঙ্কর ভাইরাসকে বলা হচ্ছে জম্বি ভাইরাস।
advertisement
1/5
সাবধান! খোঁজ মিলল  ৫০ হাজার বছর পুরনো 'জম্বি' ভাইরাসের, ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা
করোনা ভাইরাস মহামারী আজও সকলের মনে দগদগে ৷ করোনা মহামারী কত মানুষের জীবন ধ্বংস করেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই ফের নয়া অতিমারির আশঙ্কা দেখা দিয়েছে৷ যা ভয়াবহ আকার ধারণ করে মারাত্মক মহামারী সৃষ্টি করতে পারে৷
advertisement
2/5
অতিমারীর ভয়াবহ রূপের পর ফের নয়া ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বরফের তলায় চাপা ভাইরাস থেকে সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই ভয়ঙ্কর ভাইরাসকে বলা হচ্ছে জম্বি ভাইরাস।
advertisement
3/5
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমায়িত বরফ গলতে শুরু করেছে৷ আর্কটিক পারমাফ্রস্ট গললেই 'জম্বি ভাইরাস' বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷ পারমাফ্রস্ট হল পৃথিবীর পৃষ্ঠের উপর বা নীচে একটি স্থায়ীভাবে হিমায়িত স্তর। কোথায় রয়েছে এই ভাইরাস? উত্তর মেরুর বরফ গলতে শুরু করেছে, এ নিয়ে বিজ্ঞানীরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এবার জানা যাচ্ছে, সেই বরফের তলাতেই লুকিয়ে থাকতে পারে জম্বি ভাইরাস। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷
advertisement
4/5
ফ্রান্সের Aix Marseille বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ জিন মিশেল ক্লাভেরি জানিয়েছেন, এই মুহূর্তে অতিমারীর আশঙ্কা কতটা রয়েছে, তা খতিয়ে দেখে জানা যাচ্ছে, মেরুপ্রদেশের বরফের নীচে বিপদ লুকিয়ে থাকতে পারে৷ যা ছড়িয়ে যেতে পারে৷ তবে ধারণা যে, এটি এমন একটি ভাইরাস যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে এবং তার থেকে নতুন কোনও রোগের জন্ম হবে৷
advertisement
5/5
কেমন এই ভাইরাসের গঠন? সে প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, ঠিক কী ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনও পরিস্কার নয় ৷ তবে এর আগে ২০১৪ সালে সাইবেরিয়ায় ক্ল্যাভারির নেতৃত্বে এক বিজ্ঞানীর দল এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিল যেটা আনুমানিক ৪৮ হাজার ৫০০ বছরের পুরনো৷ সেখান থেকে মনে করা হচ্ছে ওই জীবাণুরা আচমকা জেগে ওঠতে পারে এবং যার থেকে মারাত্মক মহামারীর আশঙ্কা বাড়ছে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zombie Virus: সাবধান! খোঁজ মিলল প্রায় ৫০ হাজার বছর পুরনো 'জম্বি' ভাইরাসের, ভয়ঙ্কর তাণ্ডবের আশঙ্কা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল