Zodiac Signs Best as Partners: পরপুরুষ বা পরস্ত্রীতে মন নেই! পরকীয়া থেকে দূরে! প্রেম বা বিয়ের জন্য সেরা অপশন এই ৬ রাশি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Zodiac Signs Best as Partners:দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা খুবই বিশ্বস্ত এবং অনুগত। তাঁরা কোনও অবস্থাতেই প্রতারণা করেন না সঙ্গী বা সঙ্গিনীকে।
advertisement
1/8

রাশিভেদে জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিছু রাশির জাতক জাতিকারা পরকীয়াপ্রবণ হন। আবার কোনও কোনও রাশির বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আনুগত্য। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
advertisement
2/8
দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা খুবই বিশ্বস্ত এবং অনুগত। তাঁরা কোনও অবস্থাতেই প্রতারণা করেন না সঙ্গী বা সঙ্গিনীকে। দেখে জানুন সেই রাশি কোনগুলি।
advertisement
3/8
বৃষরাশির জাতক জাতিকারা দৃঢ় মানসিকতার। তাঁরা সম্পর্কের প্রতি খুবই নিষ্ঠাবান বলে মনে করা হয়। তাঁরা প্রেম ও দাম্পত্যে বিশ্বস্ত। সম্পর্কের স্থায়িত্ব রক্ষায় তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।
advertisement
4/8
কর্কটরাশির জাতক জাতিকারা স্বভাবগত দিক দিয়ে খুবই যত্নপরায়ণ এবং রক্ষাকারী। তাঁরা সম্পর্কের মূল্যকে গুরুত্ব দেন। আবেগও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
advertisement
5/8
সিংহরাশির জাতক জাতিকারা বহির্মুখী এবং আত্মবিশ্বাসী হন। তাঁরা সঙ্গীর প্রতি বিশ্বাসী এবং সম্পর্ক নিয়ে গর্বিত।
advertisement
6/8
তীব্র আবেগ ও মনের অনুভূতির জন্য বিখ্যাত বৃশ্চিকরাশির জাতক জাতিকারা। তাঁরা ভয়ঙ্করভাবে সঙ্গীকে ভালবাসেন এবং তাঁদের প্রতি নিষ্ঠাবান।
advertisement
7/8
মকররাশির জাতক জাতিকারা প্রতিশ্রুতি রক্ষা এবং দায়িত্বপালনের জন্য খ্যাতি আছে। তাঁরা সম্পর্ককে খুব গুরুত্ব দেন এবং প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য সময় দিতে ও চেষ্টা করতে পিছপা হন না।
advertisement
8/8
এই রাশিগুলিকে চিহ্নিত করা হলেও সাধারণীকৃত করা উচিত নয়। অর্থাৎ, এই রাশিগুলির সব জাতক জাতিকাই যে সম্পর্ক ও সঙ্গীর প্রতি নিষ্ঠাবান, তা নয়। পরিস্থিতি ও মানসিক অবস্থার জন্য একাধিক সম্পর্ক তৈরি হয়। প্রয়োজনে মনোবিদের সাহায্য অবশ্যই নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zodiac Signs Best as Partners: পরপুরুষ বা পরস্ত্রীতে মন নেই! পরকীয়া থেকে দূরে! প্রেম বা বিয়ের জন্য সেরা অপশন এই ৬ রাশি