যৌনতাহীন দাম্পত্য? জীবনে যৌন-জোয়ার আনবে এই ৬ টোটকা!
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Relationship : বিয়ে পরবর্তী যৌন জীবন রোজকার ঘটনা হয়ে পড়ে, ফলে তাঁদের জীবন থেকে এই বিষয়ের রোমাঞ্চ হারিয়ে যায়৷ তাই তাঁদের যৌনতার রোমাঞ্চেও ভাটা পড়ে
advertisement
1/6

বিয়ে পরবর্তী যৌন জীবন নাকি বিয়ের আগের ক্যাসুয়াল সেক্স ও ডেটিং? কোনটা পছন্দ মানুষের? এই নিয়ে হয়ত ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে৷ কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় এই নিয়ে উঠে এসে বিস্ফোরক তথ্য৷ যাঁরা ক্যাসুয়াল সেক্সে বিশ্বাস করেন, তাঁদের যৌন জীবন কেমন কাটে আর যাঁরা বিবাহ পরবর্তী সময়ে যৌনতায় বিশ্বাস করেন, তাঁদের যৌন জীবন কেমন কাটে৷ বিয়ে পরবর্তী যৌন জীবন রোজকার ঘটনা হয়ে পড়ে, ফলে তাঁদের জীবন থেকে এই বিষয়ের রোমাঞ্চ হারিয়ে যায়৷ তাই তাঁদের যৌনতার রোমাঞ্চেও ভাটা পড়ে৷ কিন্তু তাতে কী? ম্যাজিকের মতো সমাধান রয়েছে হাতের মুঠোয়, শুধু নিজেকে অভ্যেস করতে এই রুটিনে।
advertisement
2/6
প্রেমের ভাষা: আপনার স্ত্রী/সঙ্গীর প্রেমের ভাষা শেখা আপনার সম্পর্ককে সুস্থ করে তুলতে পারে। আপনার সঙ্গীর চাহিদা জানা থাকলে আপনার সম্পর্কের দূরত্ব কমে আসবে।
advertisement
3/6
গণনা করবেন না: আপনি কত রাত এবং কত সময় যৌনমিলন্ লিপ্ত হয়েছেন তা গননা করার বদলে আপনার সঙ্গীর মধ্যে কতটা স্নেহ বিনিময় করলেন তা গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে যৌনতা অপরিহার্য তবে তা আলোচনার বিষয় নয়।
advertisement
4/6
সর্বোপরি সান্ত্বনা: নিজেকে দেখতে কেমন তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী নয়। নিজেকে একজন আকর্ষণীয় ব্যক্তি হিসাবে দেখা এবং গ্রহণ করা আপনার সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কের সময় আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।
advertisement
5/6
প্রচেষ্টা প্রয়োজন: ছোট ছোট দিনগুলো উদযাপন, ভ্রমণে যাওয়া, নাচতে যাওয়া, খাবার রান্না করা ইত্যাদি এমন কিছু জিনিস যা আপনার সম্পর্কের মধ্যে বন্ধুত্ব আনবে। সর্বোপরি যৌনতা হল একটি উপায় যেভাবে আপনি আপনার ভালবাসা প্রকাশ করেন।
advertisement
6/6
আসুন কথা বলি: সম্পর্কের মধ্যে যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীর সঙ্গে বিছানায় আপনার চাহিদার কথা বলা খুব প্রয়োজনীয়। তাঁর সঙ্গে সৎ হোন, এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে।