Gardening: আপনার বাড়ি হবে রাজবাড়ি! সদর দরজায় রাখুন এই গাছ, অতিথিরা বাহবা দেবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
বিশেষত চারিদিকে প্রাচীরে ঘেরা বড় বাড়ির প্রবেশদ্বার, নামিদামি স্কুল ও প্রতিষ্ঠান গুলির ভবনের প্রবেশদ্বার ইত্যাদি জায়গায় এই ফুলের ব্যবহার দেখা মেলে। বাণিজ্যিকভাবে ব্যবহার না হলেও। সৌন্দর্যের জন্য এই ফুল গাছের চাহিদা রয়েছে বাজারে।
advertisement
1/5

বাড়ি দেখাবে রঙিন সাজবে প্রবেশদ্বার। দেখে মনে হবে যেন কোন রাজ দরবার। এই ফুলের চারায় সাজবে বাড়ি থেকে মহল। বিদেশি এই ফুলের চাহিদা বাড়ছে মালদহ জেলায়। বর্তমানে জেলার প্রায় অধিকাংশ নার্সারি গুলোতে পাওয়া যায় এই বোগেন ভিলা অর্থাৎ কাগজ ফুল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
বিশেষত চারিদিকে প্রাচীরে ঘেরা বড় বাড়ির প্রবেশদ্বার, নামিদামি স্কুল ও প্রতিষ্ঠান গুলির ভবনের প্রবেশদ্বার ইত্যাদি জায়গায় এই ফুলের ব্যবহার দেখা মেলে। বাণিজ্যিকভাবে ব্যবহার না হলেও। সৌন্দর্যের জন্য এই ফুল গাছের চাহিদা রয়েছে বাজারে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
বর্তমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে মানুষের চাহিদা। আধুনিক প্রযুক্তি থেকে পরিকাঠামো সমস্ত কিছুই নতুনভাবে উপস্থাপন হচ্ছে। বাদ পড়েনি বাড়ি সাজানোর পরিকাঠামোগত পদ্ধতি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, "বাণিজ্যিকরণের ক্ষেত্রে বিশেষ জায়গা না পেলেও। বাড়ি সাজান ও বাড়ির সুন্দর পরিবেশের ক্ষেত্রে এই ফুলের চাহিদা বাড়ছে। বোগেন ভিলা অর্থাৎ কাগজ ফুলের গাছের চারা গুলোর দাম প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা দামের হয়ে থাকে। জেলায় নার্সারি গুলোতে এই গাছের চারা বিক্রি করে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
বোগেন ভিলা অর্থাৎ কাগজ ফুলের একাধিক প্রজাতি রয়েছে। মূলত গোলাপি, সাদা, কমলা, সোনালী ইত্যাদি একাধিক রঙের ফুলগুলো ভারতে দেখা দেয়। বর্তমানে এই ফুল গাছের চাহিদা জেলায় বাড়ায় আগামীতে বাণিজ্যিক ক্ষেত্রেও জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening: আপনার বাড়ি হবে রাজবাড়ি! সদর দরজায় রাখুন এই গাছ, অতিথিরা বাহবা দেবেন