TRENDING:

Travel News: কোণায় কোণায় রহস্য, 'এই' জঙ্গলেই হয়েছে দেবের 'রঘু ডাকাত' সিনেমার শ্যুটিং, ছুটিতে ঢুঁ মারতে পারেন

Last Updated:
Travel News: ঘন সবুজে ঢাকা, নীরব অথচ জীবন্ত এই জঙ্গলের সৌন্দর্য এতটাই মোহময় যে প্রথম দেখাতেই মন কেড়ে নেবে। দেব, অঙ্কুশ-সহ বহু অভিনেতাই গিয়েছেন 'এই' জঙ্গলে, আপনিও ঘুরে আসতে পারেন ছুটিতে। 
advertisement
1/5
কোণায় কোণায় রহস্য, এই জঙ্গলেই হয়েছে 'রঘু ডাকাত' সিনেমার শ্যুটিং, ছুটিতে ঢুঁ মারতে পারেন
পূর্ব বর্ধমানের আউশগ্রামের অন্তর্গত আদুরিয়া জঙ্গল প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু এবং শান্তি খোঁজা মানুষের জন্য এক স্বর্গরাজ্য। ঘন সবুজে ঢাকা, নীরব অথচ জীবন্ত এই জঙ্গলের সৌন্দর্য এতটাই মোহময় যে প্রথম দেখাতেই মন কেড়ে নেবে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ, গাছের পাতায় ছায়ার খেলা আর চারপাশে ছড়িয়ে থাকা পাখির কলতান, সব মিলিয়ে আদুরিয়া জঙ্গল যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক রত্ন। প্রকৃতির এই নীরবতা শহুরে কোলাহল ভুলিয়ে দেয় মুহূর্তেই। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, চলচ্চিত্র জগতের কাছেও জায়গাটির গুরুত্ব অসামান্য। দেব অভিনীত রঘু ডাকাত, জনপ্রিয় রক্তবীজ ২-সহ একাধিক সিনেমার শ্যুটিং হয়েছে এই জঙ্গলে। চমৎকার প্রাকৃতিক আলো, সবুজের ঘনত্ব আর নির্জনতার জন্য পরিচালকেরা বারবার ফিরে আসেন এখানে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
ছবি তোলার জন্যও জায়গাটি একেবারে আদর্শ,ফলে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এটি এক প্রিয় স্থান। যেকোনও ঋতুতেই এখানে এসে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের দেখা মেলে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
আদুরিয়া জঙ্গল ঘুরতে এলে আশপাশে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি ভ্রমণকে আরও সমৃদ্ধ করে। ইতিহাসে ভরা কালিকাপুর রাজবাড়ি, রহস্যে ঘেরা ভালকী মাচান এবং গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবই কাছাকাছি। তাই একদিনের জন্য ঘুরতে চাইলে আদুরিয়া জঙ্গল শুধু মনকে নয়, ক্যামেরার মেমোরিও ভরে দেবে অসংখ্য রঙিন স্মৃতিতে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: কোণায় কোণায় রহস্য, 'এই' জঙ্গলেই হয়েছে দেবের 'রঘু ডাকাত' সিনেমার শ্যুটিং, ছুটিতে ঢুঁ মারতে পারেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল