Beauty Tips: পালং শাকের ফেসপ্যাক! ত্বকের বয়স বাড়বে না কোন দিন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
পালং শাকের পেস্ট তৈরি করে তাতে অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে মুখে সপ্তাহে দুবার লাগালে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে
advertisement
1/6

পালং শাক তো অনেক খেয়েছেন কিন্তু পালং শাকের কখনো ফেসপ্যাক করে মুখে লাগিয়েছেন? জানেন ত্বকের যত্নে কতটা কার্যকরী এই পালং শাক। বাজারজাত বিভিন্ন দামি দামি প্রোডাক্ট আমরা আমাদের স্কিনে ব্যবহার করে থাকে।
advertisement
2/6
কিন্তু কিছু প্রাকৃতিক সবজি ও ফলে রয়েছে আমাদের সুন্দর ত্বকের চাবিকাঠি। ত্বকের যত্নে ব্যবহৃত এইরকমই একটি সবজি হলো পালং শাক।
advertisement
3/6
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান,এই পালং শাক অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে। যা মুখের বালি রেখা ও ফাইন লাইনস কমায় । এমনকি ত্বকের তারুণ্যতা বজায় রাখতে ও সতেজ রাখতে এই পালং শাক ভীষণ উপকারী।
advertisement
4/6
পালং শাকের পেস্ট তৈরি করে তাতে অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে মুখে সপ্তাহে দুবার লাগালে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে। এই পালং শাক মুখে লাগালে ত্বক হাইড্রেট থাকে এতে ভিটামিন সি পাওয়া যায় যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
advertisement
5/6
এমনকি পালং শাক মুখে লাগালে ব্রণের সমস্যা কমে। এবং ডার্ক সার্কেল কমাতেও তক উজ্জ্বল রাখতে দারুন কার্যকরী এই শাক।
advertisement
6/6
এছাড়া পালংশাকে রয়েছে ভিটামিন বি যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে পারে।তাই বাজারে দামি দামি প্রোডাক্ট না কিনে মুখে ব্যবহার করুন এই পালং শাকের ফেসপ্যাক।