TRENDING:

আপনার হাতের চা খেয়ে মন ভরছে না কারোর? এই টিপসগুলি মানলেই পাবেন বাহবা

Last Updated:
এই চা খেলে তো আপনার মন ভরে যাবে...
advertisement
1/6
আপনার হাতের চা খেয়ে মন ভরছে না কারোর? এই টিপসগুলি মানলেই পাবেন বাহবা
চা ভালবসেন না, এইরকম মানুষ খুব কম হয়। এক কাপ গরম চায়ে মন এবং শরীর উষ্ণ হয়। সারাদিনের কাজের পরে এক কাপ গরম চা যেন স্বস্তি দেয় শরীরে, আরও একটু কাজ করার এনার্জি দেয়। এরপর ইন্টারনেটের যুগে বেশ কিছু নতুন ধরণের ভাইরাল চায়ের পদ্ধতি দেখা গিয়েছে। এইসব চা খেলে তো আপনার মন ভরে যাবে, জেনে নিন এই পদ্ধতিগুলি...
advertisement
2/6
দম চা : দম চা হল ক্লাসিক হায়দ্রাবাদি চা। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল এই চা৷ একটা মসলিনের কাপড়ে চিনি, চা-পাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং স্টার আসিজ প্যাক করতে হবে৷ এক গ্লাস জলে তা চুবিয়ে রাখতে হবে৷ একটি প্রেসারকুকারে করে সবকিছু ফুটিয়ে নিতে হবে৷ এরপর মেশাতে হবে গরম দুধ৷ তৈরি হয়ে গেল চা৷
advertisement
3/6
রু-আফজা চা : চা যদি সুগন্ধি হয়, তবে তা কার না ভালো লাগে? দিল্লির এক চা-ওয়ালা এই চা বানিয়েছিল৷ গোলাপি চা বলা হয় এই চা-কে৷ লিকার চা-তে মিশিয়ে নিন একটু রু-আফজা, হয়ে যাবে মিষ্টি-মিষ্টি রু-আফজা চা৷
advertisement
4/6
ওল্ড মঙ্ক চা : গোয়ার একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এই ওল্ড মঙ্ক চা৷ এক চা কোম্পানি তন্দুরি রাম চা গরম করে বিক্রি করেছেন, সেই চা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷ গরম মশালা চায়ের মধ্যে রাম দিয়ে এটা একটা অন্য ফিউশন চা৷ কেউ কেউ ভালবেসেছিল এই চা-কে, কেউ কেউ এই চা আবার পছন্দও করেনি৷
advertisement
5/6
নারকেল চা : নেটমাধ্যমে এই চা দু-ভাগ হয়ে গিয়েছে৷ নারকেলের দুধ দিয়ে চা তৈরি যদিও খুব খারাপ প্রচেষ্টা ছিল৷ তবে আপনি আপনার বাড়িতেই এইরকম একটা স্মোকি চা তৈরি করতে পারেন৷ গরম চায়ের এই স্মোকি টাচ এলে চায়ের টেস্ট অনেকটা বাড়ে৷
advertisement
6/6
ফলের চা : গুজরাটের আরেক প্রকার চা ভাইরাল হয়েছে৷ ফ্রুট চা৷ ফ্রুট চায়ে থাকে চিকু, আপেল, আদা এবং সাধারণ দুধ চা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার হাতের চা খেয়ে মন ভরছে না কারোর? এই টিপসগুলি মানলেই পাবেন বাহবা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল