Yellow Teeth Remedies: দাঁতে মোটা হলুদ স্তর পড়েছে! কিছুতেই সাদা হচ্ছে না! লোক লজ্জার হাত থেকে মুক্তি পান 'এইভাবে'...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Yellow Teeth Remedies: দাঁতের হলদেভাব দূর করতে আর দরকার নেই দামি পেস্ট বা চিকিৎসার। ঘরের মধ্যেই অতি সস্তার কয়েকটি উপাদানে ফিরে পেতে পারেন ঝকঝকে ও উজ্জ্বল দাঁত ও হাসি...
advertisement
1/8

অনেক সময় দাঁতের হলদেভাবের কারণে লোকজনকে লজ্জায় পড়তে হয়। এমন অবস্থায় অনেকেই দামি টুথপেস্ট ব্যবহার করেন বা ডেন্টিস্টের কাছে যান। কিন্তু ঘরোয়া কিছু সহজ উপায় রয়েছে, যেগুলোর মাধ্যমে দাঁতের হলদেভাব দূর করা সম্ভব।
advertisement
2/8
আজ আমরা আপনাকে এমন কিছু ঘরোয়া টোটকার কথা বলব যা আপনার ঘরের রান্নাঘরে সহজেই পাওয়া যায় এবং এগুলো ব্যবহার করে দাঁতের হলদেভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
3/8
যদি আপনার দাঁত হলদে হয়ে থাকে, তাহলে আপনি টক ফলের সাহায্য নিতে পারেন। টক ফল দাঁতকে চকচকে করতে সাহায্য করে। স্ট্রবেরিতে সামান্য লবণ লাগিয়ে দাঁতে ঘষলে হলদেভাব দূর হতে শুরু করে।
advertisement
4/8
আপনি চাইলে কলার খোসার ব্যবহার করতে পারেন। কলার খোসায় থাকা মিনারেল দাঁতের উপরিভাগে জমে থাকা ময়লা এবং হলদেভাব দূর করতে সাহায্য করে।
advertisement
5/8
একটি ছোট সাদা বস্তু দাঁতের জন্য রামবাণের মতো কাজ করে। দাঁতের ব্যথা থেকে শুরু করে ময়লা পরিষ্কার করতেও কার্যকর। ফিটকিরির গুঁড়ো দাঁতে প্রতিদিন ঘষলে দাঁত পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়।
advertisement
6/8
রান্নাঘরের মধ্যে থাকা সেঁধা লবণের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করলে কিছুদিনের মধ্যে দাঁতের হলদেভাব দূর হয়ে যাবে।
advertisement
7/8
ডেন্টিস্ট ডা. অমিত কুমার জানিয়েছেন, “এই ঘরোয়া পদ্ধতিগুলোর মাধ্যমে সহজেই দাঁতের হলদেভাব দূর করা যায়, এবং এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনও হয় না।”
advertisement
8/8
তাঁর মতে, “প্রতিদিন একটু যত্ন নিলে ও ঘরোয়া উপায় ব্যবহার করলে দাঁতের স্বাভাবিক সাদা ভাব ও স্বচ্ছতা ফেরানো যায় সহজেই।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Yellow Teeth Remedies: দাঁতে মোটা হলুদ স্তর পড়েছে! কিছুতেই সাদা হচ্ছে না! লোক লজ্জার হাত থেকে মুক্তি পান 'এইভাবে'...