TRENDING:

Yawn: অন্যকে হাই তুলতে দেখলেই আমাদেরও হাই ওঠে কেন? কারণ জানলে রীতিমত চমকে উঠবেন

Last Updated:
advertisement
1/4
অন্যকে হাই তুলতে দেখলেই আমাদেরও হাই ওঠে কেন? কারণ জানলে রীতিমত চমকে উঠবেন
পাশে বসা লোকটা ঘনঘন হাই তুলছেন, আর তা দেখে আপনারও শুরু হল হাই- তোলা! অথচ কিছুক্ষণ আগে পর্যন্তও দিব্য ছিলেন। তবে কি হাই ছোঁয়াচে? অন্যকে হাই তুলতে দেখলেই আমাদের হাই ওঠে কেন? কারণ জানালেন বিজ্ঞানীরা, আর তা শুনে রীতিমত চমকে উঠবেন।
advertisement
2/4
বিজ্ঞানীদের মতে, পাশে বসে কেউ হাই তুললে আমাদেরও হাই ওঠে কারণ আমাদের শরীরে রয়েছে মিরর নিউরোন।
advertisement
3/4
অনেক সময়ে দেখা যায় অন্য কাউকে আঘাত করলে, শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে ব্যথা অনুভূত হয়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষ তো দলবদ্ধ জীব। তাই সব সময় দলগত ভাবে চিন্তাভাবনা করে কাজ করতে ভালবাসে। সাধারণত আমরা যখন ক্লান্ত থাকি তখন মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়। হাই তুললে তাপমাত্রা কমে যায়।
advertisement
4/4
হাই তুললে মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়, মস্তিষ্ক তরতাজা হয়ে ওঠে। অন্যকে অনুকরণ করে আমরাও চাঙ্গা হওয়ার চেষ্টা করি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Yawn: অন্যকে হাই তুলতে দেখলেই আমাদেরও হাই ওঠে কেন? কারণ জানলে রীতিমত চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল