Weight Reduce Tips: মেদ ঝরিয়ে রোগা হতে চান? এই সস্তার সবজিই আপনার মুশকিল আসান, ঝড়ের বেগে কমবে ওজন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Weight Reduce Tips: ভাজা থেকে তরকারি-নানা ভাবে খাওয়া যায় এই সবজি। আমরা বাজারে গিয়ে অনেক সময়েই বরবটি না কিনে বিনস বা অন্য সবজি কিনি।
advertisement
1/8

বরবটি এখন পাওয়া যায় কমবেশি বছরভরই। ভাজা থেকে তরকারি-নানা ভাবে খাওয়া যায় এই সবজি। আমরা বাজারে গিয়ে অনেক সময়েই বরবটি না কিনে বিনস বা অন্য সবজি কিনি।
advertisement
2/8
কিন্তু জানেন কি বরবটির উপকারিতা প্রচুর। তুলনামূলক সস্তা এই সবজি ডায়েটে রাখলে একাধিক গুণ থেকে বঞ্চিত হতে হয় না। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/8
লো ক্যালরি সবজির মধ্যে বরবটি অন্যতম। ১০০ গ্রাম বিনসে আছে মাত্র ৪৭ ক্যালরি। তাই ওজন কমিয়ে রোগা হতে চাইলে বরবটি অবশ্যই খাবেন।
advertisement
4/8
বরবটিতে প্রচুর ডায়েটরি ফাইবার আছে। ফলে এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হজমে সহায়ক বরবটি। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে বরবটি। তাই ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
advertisement
5/8
বরবটিতে প্রচুর পরিমাণে ফোলেট থাকে। যাঁরা সন্তান ধারণ করতে চাইছেন বা সদ্য মা হয়েছেন, তাঁরা বরবটি খেতে ভুলবেন না।
advertisement
6/8
ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে বরবটিতে। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর বরবটি ডায়েটে থাকলে সংক্রমণে উপশম হয়।
advertisement
7/8
ভিটামিন এ-ও আছে বরবটিতে। চোখের ঔজ্বল্য এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে দরকার ভিটামিন এ। তাই বরবটি খান নিয়মিত।
advertisement
8/8
বরবটিতে প্রচুর পরিমাণে কপার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এছাড়াও আছে প্রয়োজনীয় অ্যান্টি অক্সিড্যান্ট। সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বরবটির মতো সবজি ডায়েটে থাকা দরকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Reduce Tips: মেদ ঝরিয়ে রোগা হতে চান? এই সস্তার সবজিই আপনার মুশকিল আসান, ঝড়ের বেগে কমবে ওজন