Health Tips: কৃমিতে কাবু আপনার সন্তান? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন? ফল হতে পারে মারাত্মক
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: কাঁচা শাক-সব্জি থেকে এই কৃমি শরীরে ঢুকতে পারে। পরিষ্কার করে ধুয়ে, ভাল করে রান্না করেই যেকোনও খাবার খেতে হবে। নাহলে সমস্যা হতে পারে।
advertisement
1/9

*মানুষের শরীরে নানা রকমের রোগ সৃষ্টি হতে পারে। পরজীবী থেকেও নানা ধরনের অসুখ তৈরি হয়। তেমনই একটি পরজীবী হল কৃমি।
advertisement
2/9
*মানুষের অন্ত্রে বাসা বাঁধে এই কৃমি। সাধারণ শিশুদেরই এই কারণে ভুগতে হয় বেশি। এটি খুবই সাধারণ বিষয়। কিন্তু পেটে কৃমি থাকলে তার চিকিৎসাও করাতে হবে সময়মতো। নাহলে ফল মারাত্মক হতে পারে।
advertisement
3/9
*কোথা থেকে আসে কৃমিঃ ঘরের ভিতরে ও খোলা পরিবেশে রান্না করা খাবারের থেকে এই পরজীবী পেটে যেতে পারে। সাধারণত ছোট শিশুদের মধ্যেই এর ঝুঁকি বেশি। তবে ইদানীং তা প্রাপ্তবয়স্কদেরও প্রভাবিত করতে শুরু করেছে।
advertisement
4/9
*আসলে পেটে কৃমি ছড়িয়ে পড়ে খুব দ্রুত। কাঁচা শাক-সব্জি থেকে এই কৃমি শরীরে ঢুকতে পারে। পরিষ্কার করে ধুয়ে, ভাল করে রান্না করেই যে কোনও খাবার খেতে হবে। নাহলে সমস্যা হতে পারে। দূষিত পরিবেশ থেকেও এই রোগ হয়। আবার অপরিশুদ্ধ জলও কৃমি হওয়ার কারণ হতে পারে।
advertisement
5/9
*কৃমি হল একটি পরজীবী। এটি শরীরের ভিতর বাসা বেঁধে সেখানে বেঁচে থাকে। কৃমি মানুষের অন্ত্রে বাস করে, সমস্ত পুষ্টি তারাই গ্রাস করে। ফলে শিশুর বাড়-বৃদ্ধি ব্যাহত হয়। পেটে কৃমি হলে তাদের শারীরিক তো বটেই, মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয় সব।
advertisement
6/9
*কৃমির প্রধান কারণ অপরিচ্ছন্নতা। সাধারণত মানুষের মলে থাকে কৃমির ডিম। উপযুক্ত পরিচ্ছন্নতার অভাবে তা থেকে মাটি দূষিত হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলেই এর প্রভাব বেশি।
advertisement
7/9
*খালি পায়ে হাঁটাচলা করলেও মাটি থেকে, নখের মাধ্যমে কৃমি পেটে ঢুকতে পারে। বাজার থেকে কিনে আনা শাক-সব্জির মধ্যেও লেগে থাকা মাটিতে কৃমি থাকতে পারে। একবার এই সমস্যা তৈরি হলে আক্রান্ত অপুষ্টি, রক্তস্বল্পতার শিকার হতে পারে। মানসিক ভাবে খিটখিটে হয়ে যেতে পারে শিশুটি।
advertisement
8/9
*প্রায়ই দেখা যায় কৃমি থাকার কারণে শিশুরা অল্পেই ক্লান্ত হয়ে পড়ে, পড়াশোনায় মনোযোগ থাকে না।
advertisement
9/9
*শিশুদের কখনই খোলা জায়গায় মলত্যাগ করতে দেওয়া যাবে না। কিছু খাওয়ার আগে হাত ধুতে হবে ভাল করে। খাবার ও পানীয় জল ঢেকে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো শিশুকে কৃমির ওষুধ অ্যালবেনডাজল খাওয়াতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: কৃমিতে কাবু আপনার সন্তান? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন? ফল হতে পারে মারাত্মক