TRENDING:

World Earth Day|| কাশী থেকে কন্যাকুমারী, সদগুরুর ডাকে ভূমিরক্ষা আন্দোলনে ওয়ার্ল্ড আর্থ ডে-তে একত্র হল দেশ

Last Updated:
World Earth Day: ভূমিরক্ষার এই মহতী উদ্যোগ নিয়েছেন ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা শ্রীসদগুরু (Sadhguru)।
advertisement
1/8
কাশী থেকে কন্যাকুমারী, সদগুরুর ডাকে ওয়ার্ল্ড আর্থ ডে-তে একত্র হল দেশ
*সবে পার হয়েছে দিন। ওয়ার্ল্ড আর্থ ডে (World Earth Day) উপলক্ষ্যে চোখে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের পৃথিবী তথা পরিবেশ রক্ষার প্রয়াস। পিছিয়ে ছিল না ভারতও।
advertisement
2/8
*ওয়ার্ল্ড আর্থ ডে উদযাপনে দেশের ৮০টি শহর থেকে অগণিত জনতা অংশগ্রহণ করেছিলেন সেভ সয়েল (Save Soil) আন্দোলনে। ভূমিরক্ষার এই মহতী উদ্যোগ নিয়েছেন ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা শ্রীসদগুরু (Sadhguru)।
advertisement
3/8
*সেভ সয়েল প্ল্যাকার্ড হাতে স্বেচ্ছাসেবকরা ভিড় করেছিলেন দেশের নানা উল্লেখযোগ্য স্থানে, এর মধ্যে বারাণসীর অসি ঘাট, আগ্রার সেকেন্দরা ফোর্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বইয়ের মেরিন ড্রাইভ, গোয়ার মিরামার সার্কল, পটনার গঙ্গা ঘাট, হায়দরাবাদের নেকলেস রোড, বেঙ্গালুরুর লালবাগ এবং চেন্নাই বিমানবন্দরে জনতার জমায়েত ছিল চোখে পড়ার মতো।
advertisement
4/8
*প্ল্যাকার্ড হাতে জনতার এই জমায়েত পরিবেশ রক্ষার সচেতনতারই ইঙ্গিত- ভিড়ের মধ্যে চোখে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের ভারতীয় নাগরিককেই, তাঁরা স্বতস্ফূর্ততার সঙ্গে সদগুরু নির্দেশিত মার্গে ভূমিরক্ষায় অন্যদেরও অনুপ্রাণিত করতে চেয়েছেন।
advertisement
5/8
*ভূমি এবং জলের সম্পর্ক ওতপ্রোত, পবিত্র গঙ্গায় নৌবক্ষে সেভ সয়েল প্ল্যাকার্ড হাতে সেই কথাই যেন মনে করিয়ে দিলেন স্বেচ্ছাসেবকরা। সন্ন্যাসীর ডাকে সাড়া দিয়েছেন আর এক সন্ন্যাসী- ভূমিরক্ষাই সংকটকালীন পরিবেশে একমাত্র ধর্ম!
advertisement
6/8
*ভূমিরক্ষার এই উদ্যোগে মানুষকে দেখা গিয়েছে মাটির কাছাকাছি নেমে আসতে, পথে স্থান গ্রহণ করতে। তারই পাশাপাশি অঙ্গে মাটি অবলেপন করেছেন স্বেচ্ছাসেবকরা।
advertisement
7/8
*শুধু জমায়েত হলেই হবে না, সচেতনতা বিস্তার করাও প্রয়োজন- সেই লক্ষ্যেই স্বেচ্ছাসেবকদের উদ্যোগের ছবি এবং ভিডিও তুলে রাখছেন জনৈক নাগরিক, এ যেন তাঁর সচেতনতা বিস্তৃতির প্রয়াস।
advertisement
8/8
*শান্তিপূর্ণ এই সহাবস্থান মন ছুঁয়ে যায়, স্বেচ্ছাসেবকরা প্রকৃতির সবুজ রঙে রাঙিয়ে তুলতে চেয়েছেন নিজেদের। প্রকৃতি ঈশ্বরেরই রূপ; তাকে রক্ষার উদ্যোগে স্বেচ্ছাসেবকরা সামিল হয়েছেন মহাশিব আদিযোগী মূর্তির (Maha Shiva Adiyogi Statue) পাদদেশে- যে মূর্তির রূপকল্পনাও করেছিলেন স্বয়ং সদগুরু।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
World Earth Day|| কাশী থেকে কন্যাকুমারী, সদগুরুর ডাকে ভূমিরক্ষা আন্দোলনে ওয়ার্ল্ড আর্থ ডে-তে একত্র হল দেশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল