Woolen Cloth Allergy: আপনার কি উলের পোশাকে অ্যালার্জি হয়? গা চুলকায়? কীভাবে বাঁচবেন জেনে নিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Woolen Cloth Allergy: শীতের দিন এলেই আলমারি থেকে বেরিয়ে পড়বে উলের পোশাক। কিন্তু আপনার যদি উলেই অ্যালার্জি হয়? তাহলে কী করবেন?
advertisement
1/10

সূর্যের তাপ কমে এসেছে, বাতাসে হিমেল হাওয়ার পূর্বাভাস। শীতের দিন এলেই আলমারি থেকে বেরিয়ে পড়বে উলের পোশাক। কিন্তু আপনার যদি উলেই অ্যালার্জি হয়? তাহলে কী করবেন?
advertisement
2/10
প্রত্যেক বছরই আলমারি থেকে বেরিয়ে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনে উলের সোয়েটার। সঙ্গে করে এলার্জির ভয়। কিন্তু, হাড় কাঁপানো শীতে উলের পোশাক না পরলেও যে চলে না!
advertisement
3/10
অগত্যা গায়ে চুলকানি, চোখ লাল, সর্দিকে সহ্য করেই কোনও রকমে আড়াইটা মাস কাটিয়ে দেওয়ার প্রবণতাই থাকে মধ্যবিত্তের।
advertisement
4/10
আমাদের উল থেকে অ্যালার্জি হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। উল হল প্রাকৃতিক তন্তু। যা ভেড়া এবং কিছু কিছু সময়ে ছাগলের গা থেকে নেওয়া হয়।
advertisement
5/10
উল থেকে তেল নিষ্কাশন এবং পরিষ্কার করবার জন্য রাসায়নিক ও উলে রঙ করবার জন্য স্বাভাবিক ডাই ব্যবহার করা হয়। রাসায়নিক ও ডাইয়ের মিশ্রণ ত্বকের সংস্পর্শে এলে অস্বস্তি হতে পারে।
advertisement
6/10
কী করে রেহাই পাবেন? এমন পোশাক পড়ুন যা উলকে ত্বকে লাগতে দেবে না।
advertisement
7/10
উলের কাপড়ের তলায় কাপড় পড়া সত্ত্বেও আপনার যদি অ্যালার্জি হয়, তাহলে প্যাচ টেস্ট করার জন্য ডাক্তারের কাছে যান।
advertisement
8/10
আপনার সব শীতবস্ত্র যাতে সুতির আবরণ দেওয়া থাকে সেটা সুনিশ্চিত করুন, ফলে উপাদানের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ এড়ানো সম্ভব।
advertisement
9/10
কর্ড, শীতকালের জন্য দারুণ ফ্যাব্রিক। কর্ডের জ্যাকেট, ট্রাউজার এমনকি শার্টও ব্যবহার করতে পারেন। এটা আপনাকে গরম রাখতে সাহায্য করবে। সামান্য অতিরিক্ত খরচ করতে পারলে ফারের পোশাক কিনুন। যা এখন বেশ ট্রেন্ডি।
advertisement
10/10
লেদারের জ্যাকেট বা উইন্ডচিটার শীতকালের আদর্শ পোশাক এবং দেখতেও ভালো লাগে। রোজকার পোশাকের ওপর পড়ুন এবং অবশ্যই শীতের মোকাবিলা করতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Woolen Cloth Allergy: আপনার কি উলের পোশাকে অ্যালার্জি হয়? গা চুলকায়? কীভাবে বাঁচবেন জেনে নিন