TRENDING:

Winter Purulia Tour: পুরুলিয়ার এই গ্রাম যেন এক টুকরো বিদেশ, রং-তুলির টানে অপরূপ সৌন্দর্য্য, শীতে যাবেন নাকি?

Last Updated:
Purulia News: রং তুলির জাদুতে সেজে উঠেছে অযোধ্যার আদিবাসী জনপদ ,আপ্লুত পর্যটকেরা! অপরূপ সাজে সেজে উঠেছে অযোধ্যার আদিবাসী জনপদ, ছুটে আসছেন পর্যটকরা!
advertisement
1/5
পুরুলিয়ার এই গ্রাম যেন এক টুকরো বিদেশ,রং-তুলির টানে অপরূপ,শীতে যাবেন নাকি?
প্রকৃতির অপরূপ রূপের সৌন্দর্য উপভোগ করা যায় জঙ্গলমহলে। আদিবাসী নানান রীতি-নীতি স্পর্শ মিশে থাকে জঙ্গলমহলের গ্রামগুলিতে। আর সেই সমস্ত উপভোগ করতে বারে, বারে ছুটে আসেন পর্যটকেরা। কালীপুজোর পর থেকে গোটা একমাসেরও বেশি সময় ধরে চলে বাঁদনা ও সহরাই পরব। ‌(শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/5
এই পরবে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নিজেদের শিল্পকলার মাধ্যমে এতটাই নিখুঁত করে তাদের ঘরবাড়ি গুলি সাজিয়ে তোলেন দেখে চোখ ফেরানো যায় না। তাই শীতের এই মরশুমে যে সমস্ত পর্যটকেরা জঙ্গলমহল পুরুলিয়ায় বেড়াতে আসেন তাদের কাছে বাড়তি পাওনা হয়ে ওঠে আদিবাসী এই জনপদ গুলি। (Photo-Facebook)
advertisement
3/5
এই সময় অযোধ্যা পাহাড়ের গ্রাম গুলির দেখে মনে হয় এক টুকরো ক্যানভাস। প্রতিবছর সহরাই ও বাঁদনা পরবের প্রাক্কালে মাটির বাড়ির দেওয়াল বাহারি নকশায় সাজাতে ব্যস্ততা দেখা যায় অযোধ্যা পাহাড়ের আদিবাসী গ্রাম গুলিতে।‌এ বিষয়ে অযোধ্যা পাহাড়ের বাসিন্দা অখিল সিং সর্দার বলেন , প্রতিবছর এই সময় আমরা নিজেদের ঘরবাড়ি গুলি রং তুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা যারা আদিবাসী , সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তাদের কাছে এই সময়টা বিরাট উৎসবের মত করে কাটে। তাই এই পাহাড়ের প্রায় প্রতিটি আদিবাসী গ্রাম সুন্দর নকশায় সেজে ওঠে। (Photo-Facebook)
advertisement
4/5
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটক সৌমেন মণ্ডল বলেন , প্রতিবছরই বাঁদনা ও সহরাই পার হবার পর অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসি এ বছরও এসেছি। দারুণপরিবেশ রয়েছে অযোধ্যা পাহাড়ে। চারিদিক খুব সুন্দর করে সেজে উঠেছে। যদিও পর্যটকদের বিরাট ভিড় নেই। কিন্তু এই গ্রামগুলি দেখে মন ভরে যাচ্ছে। (Photo-Facebook)
advertisement
5/5
হালকা ঠান্ডার আমেজ রয়েছে জেলায়। এই মনোরম পরিবেশে তাই অনেকেই একবার হলেও ঢু মেরে আসছেন অযোধ্যা পাহাড়ে। ‌ আর এই সময় পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে অপরূপ সাজে সেজে ওঠা আদিবাসী এই গ্রামগুলি। (Photo-Facebook)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Purulia Tour: পুরুলিয়ার এই গ্রাম যেন এক টুকরো বিদেশ, রং-তুলির টানে অপরূপ সৌন্দর্য্য, শীতে যাবেন নাকি?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল