TRENDING:

Menstrual Cycle|| বদলে গিয়েছে মাসিক চক্র! ব্যাপক প্রভাবের কথা জানাচ্ছে গবেষণা! কেমন সেই বদল?

Last Updated:
Women's Periods pattern changed: মহিলাদের মাসিক চক্রের উপর কোভিড মহামারীর বাস্তব প্রভাব পড়েছে। তথ্য বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে। অন্তত চারটি পরিবর্তনের কথা উঠে এসেছে এই গবেষণায়।
advertisement
1/11
বদলে গিয়েছে মাসিক চক্র! ব্যাপক প্রভাবের কথা জানাচ্ছে গবেষণা! কেমন সেই বদল?
*করোনা অতিমারীর প্রভাব নানা ভাবে পড়েছে মানুষের জীবনের উপর। শুধু রোগের প্রকোপ নয়। পরবর্তী কালে নানা ভাবে বিপর্যস্ত হচ্ছে মানুষ। একটি গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের মাসিক চক্রের উপর কোভিড মহামারীর বাস্তব প্রভাব পড়েছে। প্রতীকী ছবি। 
advertisement
2/11
*সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড ১৯ অতিমারীর ফলে যে পরিমাণ মানসিক চাপ তৈরি হয়েছে, তার প্রভাবে মহিলাদের মাসিক চক্র বা ঋতুস্রাবে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রতীকী ছবি। 
advertisement
3/11
*অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে প্রকাশিত এই গবেষণায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৩৫৪ জন মহিলার উপর পর্যবেক্ষণ চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। তাঁদের তথ্য বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে। অন্তত চারটি পরিবর্তনের কথা উঠে এসেছে এই গবেষণায়। প্রতীকী ছবি। 
advertisement
4/11
*সে ক্ষেত্রে সমীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন যে অর্ধেকেরও বেশি মহিলা কমপক্ষে একটি ক্ষেত্রে পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন, ১২ শতাংশ মহিলা চারটি ক্ষেত্র পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন। সেগুলি মাসিক চক্রের দৈর্ঘ্য, ঋতুস্রাবের সময়কাল, প্রবাহ, স্পটিংয়ের বৃদ্ধি। প্রতীকী ছবি। 
advertisement
5/11
*বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের অনিয়মিত চক্র উর্বরতা এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে। এ গুলি মহিলাদের জন্য অর্থনৈতিক এবং স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তারও করতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
6/11
*গবেষণার ভিত্তিঃ গবেষণায় অংশগ্রহণকারী মহিলারা তাঁদের মহামারী-সম্পর্কিত স্ট্রেস এবং তাদের মাসিক চক্রের পরিবর্তন সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সময় কাল ধরা হয়েছিল মার্চ ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত। গবেষকরা উল্লেখ করেছেন যে অংশগ্রহণকারীরা সে সময় জন্মনিয়ন্ত্রণে ছিলেন না বা মহামারীর আগে মেনোপজ বা পোস্টমেনোপজাল ছিলেন না। প্রতীকী ছবি। 
advertisement
7/11
*অতিমারীর চাপঃ সমীক্ষায় দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা অতিমারী চলা কালে আরও বেশি ঘরের কাজ করেছেন, শিশুর দায়িত্ব পালন করেছেন। কোভিড ১৯-এর কারণে দৈনন্দিন ক্রিয়াকলাপে পরিবর্তনগুলি খুঁজে পেয়েছেন। পাশাপাশি কোভিড ১৯ অসুস্থতার সম্ভাব্য ঝুঁকি, পুরুষদের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি চাপ তৈরি করেছে তাঁদের মধ্যে। প্রতীকী ছবি। 
advertisement
8/11
*অন্য একটি গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অতিমারীর আতঙ্ক জনিত চাপ এবং স্থূলতার কারণে অস্বাভাবিক রক্তপাতের সমস্যা তৈরি হয়েছে। সেখানে মানসিক চাপের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ক্রমাগত অনলাইন ক্লাস, বাড়িতে পরিজনের অসুস্থতা এবং মৃত্যুর কথা। প্রতীকী ছবি। 
advertisement
9/11
*উদ্বেগ ও মাসিক চক্রের অস্বাভাবিকতাঃ মানসিক চাপ ও উদ্বেগ একজন মহিলার মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিবর্তন ঘটিয়ে সমস্যা তৈরি করতে পারে। প্রতীকী ছবি। 
advertisement
10/11
*গবেষণায় উল্লেখ করা হয়েছে, অল্প বয়সী মহিলারা তাঁদের মানসিক স্বাস্থ্যের ইতিহাস উচ্চ স্ট্রেস লেভেলের কথা জানিয়েছেন। ইয়েল স্কুল অফ মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক লিন্ডা ফ্যান জানিয়েছেন, করোনা অতিমারী পরবর্তী কালে মহিলারা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগছেন। যাঁরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। প্রতীকী ছবি।  
advertisement
11/11
*অর্থনৈতিক প্রভাবঃ গবেষণায় অর্থনৈতিক দিকটির কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ঘন ঘন বা দীর্ঘমেয়াদি এবং ভারী ঋতুস্রাব পরোক্ষে অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। কারণ প্রয়োজনীয় ন্যাপকিন, ট্যাম্পন প্রভৃতির খরচ বহন করা সমস্যা হতে পারে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Menstrual Cycle|| বদলে গিয়েছে মাসিক চক্র! ব্যাপক প্রভাবের কথা জানাচ্ছে গবেষণা! কেমন সেই বদল?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল