TRENDING:

Women Men Relationship: শুধু নারীই পারে 'এই' কাজ! দশ গোল খায় পুরুষ! কী এমন সেই 'কাজ'?

Last Updated:
Women Men Relationship: ৫ বিষয়। এসব কাজে মেয়েরা ওস্তাদ। ছেলেরা তাদের ধারে-কাছেও নেই।
advertisement
1/9
শুধু নারীই পারে 'এই' কাজ! দশ গোল খায় পুরুষ! কী এমন সেই 'কাজ'?
বিশ্ব সংসারে এমন অনেক কাজ রয়েছে যা নারী-পুরুষ সমানভাবে করতে পারে। আবার এমন কাজও রয়েছে যা ছেলেরা পারেন, কিন্তু মেয়েরা করতে পারেন না। আবার কোনও কোনও কাজে কিন্তু উল্টোটাও সত্য। এমন বেশ কিছু কাজ রয়েছে যা মেয়েরা অনায়াসে করতে পারেন, কিন্তু ছেলেরা তার যোগ্য নন।
advertisement
2/9
এখানে জেনে নিন এমনই ৫ বিষয়। এসব কাজে মেয়েরা ওস্তাদ। ছেলেরা তাদের ধারে-কাছেও নেই।
advertisement
3/9
১. আবেগের আধার নারী। আবেগের সূক্ষ্ম বিশ্লেষণে মেয়েরা দুর্দান্ত পটু। প্রত্যেক নারী মনে সব সময়ই কোনও না কোনও আবেগ খেলা করে। ছেলেদের একটা দিনে মনের মাঝে এমন কি-ই বা আবেগের স্ফূরণ ঘটে? হাসি, বিরক্তি বা ঘুমকাতুরে অনুভূতি। কিন্তু মেয়েদের আবেগের রকমফের গুনে শেষ করা যাবে না। তারা হাসছে, কাঁদছে, ভালোবাসা প্রকাশ করছে বা চিন্তায় অস্থির। ক্ষণে ক্ষণে মনের আবহাওয়া বদলে যায় তাদের। সূত্র: ইউটিউব
advertisement
4/9
২. নারীদের ভাব প্রকাশের আলাদা এক ভঙ্গি থাকে যা কিছুতেই আয়ত্ত করতে পারেন না পুরুষরা। সাধারণত দেখা যায়, মোবাইলের একটি অপারেটিং সিস্টেম থাকে। কিন্তু মেয়েদের থাকে একাধিক। নারী কখনও তাঁর প্রকাশে রোমান্টিক, কখনও আবার প্রেমিকের ছোঁয়া পেতে ব্যাকুল, আবার কখনও কামনায় উদ্বেল। সূত্র: ইউটিউব
advertisement
5/9
৩. গন্ধের বিষয়েও মেয়েরা যতটা স্পর্শকাতর, সে তুলনায় ছেলেরা অধিকাংশ ক্ষেত্রেই রীতিমতো উদাসীন। অজানা উৎস থেকে বাতাসে ভেসে আসা গন্ধে অনুভূতি খোঁজে নারী মন। গন্ধের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে তাঁরা পুরুষের চেয়ে অনেকটাই এগিয়ে।
advertisement
6/9
পানীয়ের গ্লাসের গন্ধ তাদের নাকে ঠিকই লাগে। ফুল দেখলেই সুবাস নিতে এগিয়ে যান তাঁরাই। দুর্গন্ধেও সাধারণত অনেক বেশি স্পর্শকাতর । সঙ্গীর গায়ের বাজে গন্ধও মুহূর্তে ধরা দেয় সঙ্গিনীর নাকে। সূত্র: ইউটিউব
advertisement
7/9
৪. একযোগে একাধিক কাজ করা কঠিন চ্যালেঞ্জ যা সামলাতেও ছেলেদের দশ গোল দিতে পারে মেয়েরা। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, মাল্টি টাস্কিংয়ে মেয়েরা অনেক বেশি দক্ষ। সন্তান পালন থেকে শুরু করে অফিস-আদালত দাপিয়ে বেড়ায় আজকের নারী। তবে প্রাচীন যুগেও নারীদের ঘরের কাজে বৈচিত্র থাকলেও তাঁরা তা দারুণ সুন্দরভাবে সামলেছেন।
advertisement
8/9
শুধু কাজই নয়, নিজেদের আলাদা আলাদা অস্তিত্বও সাধারণত সুপটু ভাবে ম্যানেজ করেন মেয়েরা। সমাজে, পরিবারে, নারী কখনও মা, কখনও মেয়ে, কখনও শিক্ষিকা, আবার কখনও কেতাদুরস্ত এক্সিকিউটিভ। সব কাজ একযোগে তাঁরা করে যেতে পারেন অনায়াসে। সূত্র: ইউটিউব
advertisement
9/9
৫. নারীর বিবর্তন যুগে যুগে: প্রাণীর বিবর্তন ঘটে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে মেয়েদেরও বিবর্তন ঘটেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের বিবর্তন ঘটছে এবং নারী দিন দিন আরও আকর্ষনীয় আর হৃদয়গ্রাহী হয়ে উঠছে ক্রমশ। আর এমন অনেক কিছুই আছে যে কাজে তাঁরা পুরুষদের পিছনে ফেলে এগিয়ে যান। আর এমনও অনেক কাজ রয়েছে যা পুরুষ চাইলেও করতে পারেন না। শুধু নারীই পারেন। সূত্র: ইউটিউব
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Women Men Relationship: শুধু নারীই পারে 'এই' কাজ! দশ গোল খায় পুরুষ! কী এমন সেই 'কাজ'?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল