Women In Relationship: নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Women In Relationship: নারীদের এমন কিছু গোপন কথা থাকে যা কাউকেই তাঁরা বলেন না। এমনকি সবচেয়ে কাছের মানুষটিকেও নয়। সত্যিই কি তাই?
advertisement
1/9

কথায় বলে নারীর মন 'দেবা না জানন্তি'! কবি সাহিত্যিক থেকে মুনি-ঋষি কালে কালে এমন কথাই বলে গিয়েছেন যে নারীদের মন বোঝা বড়ই কঠিন। এমনকি অনেকে আবার বলেন নারীদের মনের কথা নাকি তারা নিজেরাও জানেন না! নারীদের এমন কিছু গোপন কথা থাকে যা কাউকেই তাঁরা বলেন না। এমনকি সবচেয়ে কাছের মানুষটিকেও নয়। সত্যিই কি তাই? জেনে নেওয়া যাক নারীরা বাস্তবে সাধারণত নিজেদের সঙ্গীর থেকে কোন কোন কথা লুকিয়ে রাখেন।
advertisement
2/9
নারীদের এমন কিছু গোপন কথা থাকে যা কাউকেই তাঁরা বলেন না। এমনকি সবচেয়ে কাছের মানুষটিকেও নয় ( What Women Never reveal to Partners) । সত্যিই কি তাই? জেনে নেওয়া যাক নারীরা বাস্তবে সাধারণত নিজেদের সঙ্গীর থেকে কোন কোন কথা লুকিয়ে রাখেন। প্রতীকী ছবি
advertisement
3/9
বান্ধবীদের সঙ্গে কথা নারীরা নিজের বান্ধবীদের সঙ্গে অনেক এমন কথা বলেন, যা আপনি ভাবতেও পারবেন না। আপনি কিন্তু আপনার সঙ্গীকে জিজ্ঞেস করেও সঙ্গীর থেকে এই বিষয়টি নিয়ে কোনও সঠিক উত্তর পাবেন না। তাই এই বিষয়টি এড়িয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে, মেয়েরা নিজের বান্ধবীর সঙ্গে কী কথা বলছেন, তা পুরুষ সঙ্গীর না জানলেও কিছু এসে যাবে না। তাই এই বিষয়টা থেকে দূরে থাকুন। কারণ কোনও মেয়েই সাধারণত বান্ধবীর সঙ্গে তাঁর মনের কথা অন্য কাউকে বলতে পছন্দ করেন না। এমনকি কাছের মানুষটিকেও নয়!
advertisement
4/9
সত্যি বলতে, মেয়েরা নিজের বান্ধবীর সঙ্গে কী কথা বলছেন, তা পুরুষ সঙ্গীর না জানলেও কিছু এসে যাবে না। তাই এই বিষয়টা থেকে দূরে থাকুন। কারণ কোনও মেয়েই সাধারণত বান্ধবীর সঙ্গে তাঁর মনের কথা অন্য কাউকে বলতে পছন্দ করেন না। এমনকি কাছের মানুষটিকেও নয়! প্রতীকী ছবি
advertisement
5/9
ক্রাশের কথা না বলা আপনি কোনও মহিলার সঙ্গে সম্পর্কে থাকতেই পারেন। তবে এই সম্পর্কে থাকার সময়ও অন্য মানুষকে টুক করে পছন্দ হয়ে যাওয়া মোটেই বিচিত্র নয়। এটা ঠিক ভালোবাসা নয়, সামান্য ক্রাশ বলতে পারেন। পুরুষদের মতোই নারীদেরও এই ক্রাশ হয়। কিন্তু ঘুণাক্ষরেও আপনি এর কোনও আভাস পাবেন না। কারণ তারা নিজের এই মনোভাব অনায়াসে লুকিয়ে ফেলতে পারেন। মনের ক্ষণিক দুর্বলতাও লুকিয়ে রাখতে নারীদের জুড়ি মেলা ভার!
advertisement
6/9
বন্ধুদের সম্বন্ধে না বলা প্রতিটা নারীরই নিশ্চয়ই কিছু বন্ধু রয়েছে। এবার সেই বন্ধুদের সম্পর্কে কিন্তু আপনি আপনার সঙ্গীর কাছ থেকে খুব বেশি কিছু জানতে পারবেন না। কারণ তারা এই বিষয়টি জানাতে দ্বিধা বোধ করেন। তাঁদের মনে অনেক রকম রসায়ন কাজ করে যা হয়তো আপনারও অগোচর। তাই নিজের গার্লফ্রেন্ডের বন্ধু নিয়ে আপনার কৌতুহল বা অত্যুত্সাহ থেকে থাকলে অবিলম্বে তা কমিয়ে ফেলুন। তবেই সম্পর্ক ভালো থাকবে।
advertisement
7/9
তাই নিজের গার্লফ্রেন্ডের বন্ধু নিয়ে আপনার কৌতুহল বা অত্যুত্সাহ থেকে থাকলে অবিলম্বে তা কমিয়ে ফেলুন। তবেই সম্পর্ক ভালো থাকবে। প্রতীকী ছবি
advertisement
8/9
পুরনো প্রেমিকের চিন্তা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও অনেকসময়ই সেই মানুষের কথা, নানা স্মৃতি, বিশেষ মুহূর্ত রয়ে যায় মনে। মন এমন এক বিচিত্র জায়গা যেখানে চলে মানুষের এক অন্য যাতায়াত। নারীদের মনে চলে এমন অনেক চিন্তা যা সকলেরই অজানা। কিন্তু আপনি খুব ভালো করে মেশার পরও সেই বিষয়টি ধরতে পারবেন না কিছুতেই।
advertisement
9/9
তার পর্ন দেখার অভ্যাস একথা সত্যি যে বেশিরভাগ মহিলাই পর্ন দেখেন এবং তারা তা লুকিয়ে রাখেন। 'আমি পর্ণ দেখি না' মেয়েদের সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়াগুলির মধ্যে এটিও একটি। এমনকি যদি আপনার সঙ্গী স্বীকারও করে নেন যে তিনি পর্ন ভিডিও দেখেন, তবুও তিনি কিন্তু কখনই প্রকাশ করবেন না যে তিনি কী ধরনের এবং কতটা পর্নো দেখেন। যদি না আপনারা দুজন বিয়ে করেন সে এত বড় গোপনীয়তার সাথে আপনাকে যথেষ্ট বিশ্বাস করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Women In Relationship: নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?