TRENDING:

Women Health: ৪০-এর আগেই কি আচমকা পিরিয়ড বন্ধ? কোন রোগ শরীরে বাসা বাঁধতে পারে জানেন? সাবধান!

Last Updated:
Women Health: আপনি কি আজকাল অল্পেই খুব হাঁপিয়ে ওঠেন? দুম করে বেড়েছে ওজন? চুল ওঠা বেড়েছে, মুখের চামড়াও কি একেবারে জেল্লা হারিয়েছে? খুব সাবধান, শরীরে বাসা বাঁধতে পারে বড় রোগ।
advertisement
1/9
৪০-এর আগেই কি আচমকা পিরিয়ড বন্ধ? কোন রোগ শরীরে বাসা বাঁধতে পারে জানেন? সাবধান!
আপনি কি আজকাল অল্পেই খুব হাঁপিয়ে ওঠেন? দুম করে বেড়েছে ওজন? চুল ওঠা বেড়েছে, মুখের চামড়াও কি একেবারে জেল্লা হারিয়েছে? খুব সাবধান, শরীরে বাসা বাঁধতে পারে বড় রোগ।
advertisement
2/9
থাইরয়েডের সমস্যা বাড়লে এমন উপসর্গ দেখা যায় শরীরে। থাইরয়েডের সমস্যা এখন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতোই দেখা যায় ঘরে ঘরে।
advertisement
3/9
থাইরয়েড হরমোনটির অতিরিক্ত ক্ষরণ বা কম ক্ষরণের প্রভাব পড়ে ঋতুবন্ধের উপর। সাধারণত ৪৫ থেকে ৫০ বছরের মধ্যেই মহিলাদের ঋতুবন্ধ হয়। কিন্তু অনেক সময় থাইরয়েডের কারণে সময়ের অনেক আগেই ঋতুবন্ধ হয়ে যেতে পারে।
advertisement
4/9
রক্তে থাইরক্সিন হরমোন ক্ষরণের পরিমাণ কমে যাওয়াকে হাইপোথাইরয়েডিজম বলে। তবে কেবলমাত্র এই হরমোনের ক্ষরণ কমে গেলেই ঋতুবন্ধের সময় এগিয়ে আসে না। এ ক্ষেত্রে দায়ী হল ‘অটো ইমিউন থাইরয়েডাইটিস’। যার ফলে মহিলাদের সময়ের আগেই ঋতুবন্ধের ঝুঁকি বাড়ে।
advertisement
5/9
চিকিৎসক মহুয়া ভট্টাচার্যের মতে, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, এ ধরনের থাইরয়েড ডিম্বাশয়ের কোষগুলিকেও নষ্ট করে ফেলে। যার ফলে ডিম্বাশয়ের কার্যকারিতা সময়ের আগেই বন্ধ হয়ে যায়।
advertisement
6/9
‘অটো ইমিউন থাইরয়েডাইটিস’ হলে সন্তানধারণের সময় সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। এ ক্ষেত্রে থাইরয়েড শরীরের একটি অংশ হওয়া সত্ত্বেও এই হরমোনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শরীর কিছু অ্যান্টিবডি তৈরি করে।
advertisement
7/9
এই অ্যান্টিবডি শরীরে বেশ কিছু থাইরয়েড কোষ নষ্ট করে ফেলে। যার ফলে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমে যায়। কাদের এই অটো ইমিউন রোগটি হবে, তা আগে থেকে বলা মুশকিল।
advertisement
8/9
৩৫ বছরের পর থেকে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রাও কমতে থাকে। সুতরাং যদি এই অটোইমিউন রোগটি হয়, তা হলে ঋতুবন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক।
advertisement
9/9
তবে এই রোগ সঠিক সময়ে ধরা পড়লে বা ঋতুস্রাবের পরিমাণ কিংবা চক্রে কোনও রকম অস্বাভাবিকতা দেখে সচেতন হলে, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব বলেই মত চিকিৎসকের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Women Health: ৪০-এর আগেই কি আচমকা পিরিয়ড বন্ধ? কোন রোগ শরীরে বাসা বাঁধতে পারে জানেন? সাবধান!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল