Wisdom Tooth Pain: আক্কেল দাঁতের ব্যথা শীতে আরও বাড়ে! সংক্রমণ সম্পর্কে এগুলি জানেন তো?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Wisdom Tooth Pain: আক্কেল দাঁত কেন ওঠে? আর ওঠার সময় এত ব্যথা কেন হয়? সবার কিন্তু আক্কেল দাঁত ওঠে না, সেটাই বা কেন?
advertisement
1/7

মানুষের ৩২টি দাঁতের মধ্যে সবচেয়ে বড় এই আক্কেল দাঁত। তবে এর সঙ্গে আক্কেল বা জ্ঞানবুদ্ধির কোনও যোগ নেই। ইংরেজিতে একে বলে উইজডম টিথ। অনেকে আবার মজা করে বলে থাকেন, আক্কেল দাঁত ওঠার অর্থ আক্কেল হয়েছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
আক্কেল দাঁত কেন ওঠে? আর ওঠার সময় এত ব্যথা কেন হয়? সবার কিন্তু আক্কেল দাঁত ওঠে না, সেটাই বা কেন? আক্কেল দাঁত ওঠে কেন? এই প্রশ্ন কখনও আপনার মাথায় এসেছে? আক্কেল দাঁত এবং তার কারণে ব্যথা, চেনা মহলে এমন কথা প্রায়শই শোনা যায়। আক্কেল দাঁতের সমস্যা কি গুরুতর? দাঁতের অন্য সমস্যার সঙ্গে এর কি সম্পর্ক রয়েছে? আক্কেল দাঁত নিয়ে ভয় না থাকলেও, সজাগ না হলে সংক্রমণ হতে পারে।
advertisement
3/7
প্রথমে জানতে হবে আক্কেল দাঁত কী? আমাদের যে মোলার দাঁতগুলো থাকে, তার শেষ মোলার হল আক্কেল দাঁত বা উইসডম টুথ। মোলার দাঁতগুলি সবচেয়ে বড় আকারের দাঁত। খাবারের মণ্ডকে পিষে খাবার গিলতে সাহায্য করে মোলার দাঁত।
advertisement
4/7
সাধারণত আঠেরো বছর বয়সের পরে আক্কেল দাঁত গজায়। তবে সময়ের সঙ্গে গ্রোথ প্যাটার্ন বদলে যাওয়ায়, ষোলো-সতেরো বছরেও এখন এই দাঁত হতে পারে। প্রাপ্তবয়স্ক হওয়ার দোরগোড়ায় এমন দাঁতের জন্ম, যার অভিজ্ঞতা বেশির ভাগ ক্ষেত্রে সুখকর নয়। তাই এমন দাঁতের নাম রাখা হয়েছে আক্কেল দাঁত বা উইসডম টুথ।
advertisement
5/7
আক্কেল দাঁত সকলের হয় না। অনেকের হলেও ব্যথার উপসর্গ থাকে না। কিন্তু কেন হয় আক্কেল দাঁত? বিবর্তনের কারণে সাধারণত আক্কেল দাঁত বেরোনোর জায়গা থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রে নীচের দাঁত পুরোপুরি না গজালেও, উপরের দাঁত বেরিয়ে যায়। নীচের আক্কেল দাঁত বেঁকা ভাবে গজালে, তা পাশের মোলার দাঁত নষ্ট করে দিতে পারে।
advertisement
6/7
আর জায়গা না পেলেই আক্কেল দাঁতের ঠেলায় সে যে কী ব্যথা হয়, তা যাঁদের হয়েছে তাঁরা সকলেই জানেন। মুখ হাঁ করতে সমস্যা, মুখ ফুলে যাওয়া, খাবার খেতে-গিলতে সমস্যা, সঙ্গে দাঁত ব্যথা থেকে জ্বরও চলে আসে অনেকের।
advertisement
7/7
তবে কি আক্কেল দাঁত তুলে ফেলাই কি সমাধান? কিছু ক্ষেত্রে এমন ভাবে আক্কেল দাঁত বেরোয় যে, গালে ঘষা লাগে। একে বলা হয় বাক্কোভার্টেড উইসডম টুথ। এ ক্ষেত্রে হয়তো সরাসরি ব্যথা হচ্ছে না। তবে আক্কেল দাঁতের কারণে মুখের ভিতরে আলসার বা ওই দাঁত সংলগ্ন টিসুতে সমস্যা তৈরি হয়। তখন দাঁত তুলে ফেলা সমীচীন। আক্কেল দাঁত তির্যক ভাবে বেরোলে, দাঁতের ফাঁকে খাবার আটকে যেতে পারে। এতে আক্কেল দাঁত ও তার পাশের দাঁতে ক্যাভিটি হতে পারে। আক্কেল দাঁতের যে কোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wisdom Tooth Pain: আক্কেল দাঁতের ব্যথা শীতে আরও বাড়ে! সংক্রমণ সম্পর্কে এগুলি জানেন তো?