Winter Vacation Day Tour: শীতের রোদ মেখে দিনভর ট্যুর! ছোট-বড় সকলে দারুণ এনজয় করবেন, রইল কলকাতার বাইরে অ্যামিউজমেন্ট পার্কের ঠিকানা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
স্থানীয় মানুষজন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বনগাঁর এই অগ্নিকন্যা বিনোদন পার্ক। উৎসবের মরসুমে আরও বেশি ভিড় সামাল দিতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে পার্ক প্রশাসন
advertisement
1/5

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্কে শীতের মৌসুম শুরু হতেই বাড়ছে পর্যটকদের ভিড়, আকর্ষণের কেন্দ্রে ওয়াটার ও ড্রাই পার্ক। শিশু থেকে বড়রা সকলেই বিনোদনের সময় কাটাতে হাজির হচ্ছেন এই পার্কে
advertisement
2/5
ফলে জেলার অন্যতম জনপ্রিয় বিনোদনের ঠিকানা হয়ে উঠেছে বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্ক। কামারবাড়ি রোড চাপাবেড়িয়া এলাকায় অবস্থিত এই পার্কটিতে রয়েছে নানা বিনোদনের জিনিস। রয়েছে অত্যাধুনিক ওয়াটার পার্ক-এর একাধিক আকর্ষণীয় স্লাইড, ওয়েভ পুল সহ নানা জলকেলির ব্যবস্থা
advertisement
3/5
পাশাপাশি রয়েছে ড্রাই পার্কের রাইড, যার মধ্যে ফ্রি-ফল, স্ট্রাইকিং কারের মতো জনপ্রিয় রোমাঞ্চকর রাইডগুলি বিশেষ নজর কাড়ছে। শুধু তাই নয়, দর্শনার্থীদের আলাদা অভিজ্ঞতা দিতে পার্কে তৈরি করা হয়েছে ভূতের বাড়ি ও 3D হন্টেড হাউস, যেটি বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠেছে
advertisement
4/5
প্রবেশমূল্যের ক্ষেত্রেও পার্কটি তুলনামূলকভাবে সাশ্রয়ী। সাধারণ প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ থেকে ৫০ টাকা। তবে ওয়াটার পার্কে প্রবেশের জন্য অতিরিক্ত টিকিট কাটতে হয়, যার দাম বর্তমানে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঋতু ও ভিড়ের উপর নির্ভর করে এই টিকিটের মূল্য পরিবর্তন হতে পারে
advertisement
5/5
স্থানীয় মানুষজন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বনগাঁর এই অগ্নিকন্যা বিনোদন পার্ক। উৎসবের মরসুমে আরও বেশি ভিড় সামাল দিতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে পার্ক প্রশাসন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Vacation Day Tour: শীতের রোদ মেখে দিনভর ট্যুর! ছোট-বড় সকলে দারুণ এনজয় করবেন, রইল কলকাতার বাইরে অ্যামিউজমেন্ট পার্কের ঠিকানা