TRENDING:

Winter Tips: গিজার-গ্যাস-ওয়াটার হিটার নয়, কনকনে শীতে বাড়িতে রাত-দিন গরম জল 'এভাবে', 'জিরো' ইলেক্ট্রিসিটি বিলে

Last Updated:
তাহলে উপায় কী? বারবার গিজার চালিয়ে বা গ্যাসে জল গরম করে তো ব্যবহার সম্ভব নয়৷ তাহলে একদিকে যেমন দামি গ্যাস ফুরাবে দু’দিনে বা ইলেক্ট্রিক বিলও আসবে আকাশ ছোঁয়া৷
advertisement
1/7
গিজার-গ্যাস-ওয়াটার হিটার নয়,শীতে বাড়িতে রাত-দিন গরম জল এভাবে,0 ইলেক্ট্রিক বিল
জাঁকিয়ে শীতের আভাস মিলেছে। ইতিমধ্যে নভেম্বরের মাঝমাঝি হু হু করে বইছে উত্তুরে হাওয়া৷ কনকনে ঠান্ডায় অনেকেরই স্নান করতে যেন গায়ে জ্বর আসে। শুধু তো আর রান্না নয়, ঘরোয়া কাজগুলো করতে জল ব্যবহার করতে হয়৷ রান্না, বাসন ধোয়া , ইত্যাদি কাজের জন্যও জল ব্যবহার করতে হয়৷ ফলে জল ঠান্ডা থাকলে কাজগুলো করা সমস্যায় হয়ে দাঁড়ায়৷
advertisement
2/7
তাহলে উপায় কী? বারবার গিজার চালিয়ে বা গ্যাসে জল গরম করে তো ব্যবহার সম্ভব নয়৷ তাহলে একদিকে যেমন দামি গ্যাস ফুরাবে দু’দিনে বা ইলেক্ট্রিক বিলও আসবে আকাশ ছোঁয়া৷
advertisement
3/7
তবে এই শীতে আপনিও ঠান্ডা জল থেকে রেহাই পেতে পারেন৷ তার জন্য কোনও বাড়তি খরচ করতে হবে না৷ এমনকী কোনও খরচই হবে না৷ শীতে শারীরিক কষ্ট পাবেন না৷ পকেটেও টান পড়বে না৷
advertisement
4/7
বাড়িতে একবার ব্যবস্থা করতে পারলেই সারা শীতে কোনও চিন্তা থাকবে না৷ ঠান্ডা জল থেকে মুক্তি মিলবে চিরতরে তাও কম খরচে৷
advertisement
5/7
ইলেকট্রিক হিটার ব্যবহার করুন, যা চালাতে আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না। এটি সোলার হিটার৷ আপনার রান্নাঘর এবং বাথরুম দুই জায়গাতেই ইনস্টল করা যেতে পারে। এর একটি ইউনিট ছাদে রাখতে হয়।
advertisement
6/7
অপরটি রান্নাঘর বা বাথরুমে ইনস্টল করা যেতে পারে। ১০ লিটার পর্যন্ত জলধারণের ক্ষমতা রয়েছে এই হিটারের। একবার সৌরচালিত হিটারে জল গরম করলে, তা দিয়ে সারাদিন ব্যবহার করতে পারবেন৷
advertisement
7/7
এই সোলার হিটারেগুলিতে যে ট্যাঙ্ক থাকে, তা বিশেষ ভাবে তৈরি৷ ফলে, রাতের তাপমাত্রা কমে গেলেও হিটারের ভিতরে থাকা জল খুব তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায় না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Tips: গিজার-গ্যাস-ওয়াটার হিটার নয়, কনকনে শীতে বাড়িতে রাত-দিন গরম জল 'এভাবে', 'জিরো' ইলেক্ট্রিসিটি বিলে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল