TRENDING:

শীতকালে ঠোঁট শুকিয়ে যাচ্ছে...? জিভ সাদা! হঠাৎ মাথা ঘুরছে? বড় 'সঙ্কেত' দিচ্ছে শরীর! সতর্ক হন, নইলে!

Last Updated:
Winter Tips: জিভ শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, জিভে শুষ্ক ভাব, সাদাটে ভাব এবং জিভে সংক্রমণ হওয়াও শরীরে আর্দ্রতা কমে যাওয়ার লক্ষণ। এমন হতে দেখলে সতর্ক হন।
advertisement
1/8
শীতকালে ঠোঁট শুকিয়ে যাচ্ছে? জিভ সাদা! হঠাৎ মাথা ঘুরছে? বড় 'সঙ্কেত' দিচ্ছে শরীর! সতর্ক হন!
সারা দিনে বেশ কয়েক গ্লাস জল খান। কিন্তু সুস্থ থাকার জন্য কি সেটুকুই যথেষ্ট? নানা সংকেতে এ প্রশ্নের উত্তর দিয়ে দেয় শরীরই। ছোট ছোট উপসর্গে বুঝিয়ে দেয় শরীরের আরও বেশি পরিমাণ জল খাওয়ার দরকার রয়েছে কি না।
advertisement
2/8
চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, শীতকালে পর্যাপ্ত জল না খেলে এই উপসর্গগুলিতে নজর দেওয়া দরকার। কারণ, এই ঋতুতে জল তেষ্টা কম পায়। গলা ভেজানোর ইচ্ছে হয় না গরম কালের মতো। ফলে যাঁদের তেষ্টা পেলে জল খাওয়ার অভ্যাস, তাঁদের জল খাওয়ার পরিমাণ অনেকটাই কমে যায়।
advertisement
3/8
অথচ জল যে কম খাওয়া হচ্ছে তা বুঝতে পারেন না তাঁরা। সমস্যা হয় তখন, যখন এ ভাবে জল কম খেতে খেতে শরীরের আর্দ্র ভাব অনেকটা কমে যায়। সেই সময় ডিহাইড্রেশন থেকে নানা ধরনের সমস্যা হয়। যেমন নাক দিয়ে রক্ত পড়া, মনযোগের অভাব, অতিরিক্ত ক্লান্তিবোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি-কাশির সমস্যা এমনকি, হজমের সমস্যাও হতে পারে।
advertisement
4/8
জল কম খেলে শরীরে যেটুকু জল রয়েছে তা কিডনি ধরে রাখতে চাইবে। ফলে প্রস্রাব কম হবে বা প্রস্রাবের রং গাঢ় হলুদ বা খয়েরি হয়ে যাবে। এমন হলে অবশ্যই জল খাওয়ার পরিমাণ কয়েক গ্লাস বাড়িয়ে নিন।
advertisement
5/8
জিভ শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, জিভে শুষ্ক ভাব, সাদাটে ভাব এবং জিভে সংক্রমণ হওয়াও শরীরে আর্দ্রতা কমে যাওয়ার লক্ষণ। এমন হতে দেখলে জল খান বেশি করে।
advertisement
6/8
মাথা ধরা, মাথা ঘোরা, মাথা দপদপ করা— এই সব কিছু হতে পারে শরীরে আর্দ্রতা কমে যাওয়ার কারণে। কারণ শরীরে জলাভাব হলে কোষে রক্ত সঞ্চালন কমে যায়। ফলে অক্সিজেন পৌঁছোয় না। মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে তা থেকে মাথা ঘোরা, মাথা ধরার মতো সমস্যা হতে পারে। ক্লান্তিবোধও আসতে পারে। মনে হতে পারে অতিরিক্ত কাজ বা কম ঘুমের জন্য এমন হচ্ছে। কিন্তু আদতে আপনার মস্তিষ্ক জল চাইছে।
advertisement
7/8
ঠোঁট শুকিয়ে যাওয়া, ঠোঁট থেকে ছাল ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে জলাভাব হলে। শীতে এমন হলে ঠা্ন্ডায় ঠোঁট ফাটছে বলে মনে হতে পারে। কেউ কেউ সমস্যা কমাতে হয়তো ঠোঁটে লিপ বাম বা লোশন ব্যবহার করবেন। কিন্তু আসল সমাধান মিলবে বেশি পরিমাণে জল খেলে।
advertisement
8/8
কাজে মন দিতে না পারা, ভাবনা চিন্তা করার ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার সমস্যাও তৈরি হতে পারে জলাভাব হলে। এর নেপথ্য কারণও মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছোনো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতকালে ঠোঁট শুকিয়ে যাচ্ছে...? জিভ সাদা! হঠাৎ মাথা ঘুরছে? বড় 'সঙ্কেত' দিচ্ছে শরীর! সতর্ক হন, নইলে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল