Winter Tips: দামি উলের পোশাক থেকে উঠছে রোঁয়া? চিরুনি, সেলোটেপ...৫ হ্যাক কাজে লাগালেই কেল্লাফতে! পুরনো সোয়েটার, মাফলারও হয়ে যাবে নতুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Winter Tips: এই পদ্ধতিগুলি মেনে শীতের পোশাক পরিষ্কার করলে সোয়েটার, মাফলারের সৌন্দর্য আরও বেড়ে যাবে৷ পুরনো পোশাকও দেখাবে নতুনের মতো৷ বহুবার পরা ও ধোয়ার পরও ওজ্জ্বল্য কায়েম থাকবে৷
advertisement
1/8

শীত মানেই উলের পোশাক পরার একমাত্র সময়৷ শীতের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় সুন্দর সোয়েটার, মাফলার বা উলের টুপি৷ কিন্তু শীতের পোশাকের ক্ষেত্রে একটি সমস্যা থেকে যায়৷ একবার ধুতে না ধুতেই শীতের পোশাকে শুরু হয়ে যায় রোঁয়া ওঠার সমস্যা৷
advertisement
2/8
দামি শীতের পোশাকের সৌন্দর্য নষ্ট করে দেয় এই রোঁয়া ওঠার সমস্যা৷ পুরনো ও নিষ্প্রাণ দেখায় নতুন সোয়েটার৷ দৈনন্দিন জীবনে এই ছোটখাটো সমস্যাগুলোই বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়৷ তবে ছোট্ট কয়েকটি হ্যাক জেনে নিলেই দিব্যি নিষ্পত্তি মিলবে এই সমস্যায়৷
advertisement
3/8
শুধু তাই নয়, এই পদ্ধতিগুলি মেনে শীতের পোশাক পরিষ্কার করলে সোয়েটার, মাফলারের সৌন্দর্য আরও বেড়ে যাবে৷ পুরনো পোশাকও দেখাবে নতুনের মতো৷ বহুবার পরা ও ধোয়ার পরও ওজ্জ্বল্য কায়েম থাকবে৷
advertisement
4/8
সেলোটেপ: রোঁয়া তোলার সবচেয়ে সহজ উপায় হলো মোটা টেপ ব্যবহার করা। টেপটি কাপড়ের ওপর লাগিয়ে দ্রুত টেনে তুলুন। রেশাগুলো টেপে লেগে যাবে এবং কাপড় পরিষ্কার দেখাবে।
advertisement
5/8
চিরুনি: পাতলা চিরুনি দিয়ে কাপড়ের ওপর আস্তে আস্তে আঁচড়ালে ছোট ও বড়—দু’ধরনের রোঁয়াই উঠে যায়। বিশেষ করে উলের বা নরম কাপড়ে এই পদ্ধতিটি ভাল কাজ করে।
advertisement
6/8
ভিনিগার: বাড়িতে যদি সাদা ভিনেগার থাকে, তাহলে কাপড় ধোয়ার সময় জলে মিশিয়ে দিন৷ এটিও রোঁয়া তোলার খুব সহজ উপায়৷ ভিনিগার জামাকাপড় থেকে রোঁয়া তোলার জন্য খুব কার্যকরী৷ ভিনিগার রোঁয়াগুলোকে জামাকাপড় থেকে আলগা করে দেয়, ফলে সহজে উঠে যায় রোঁয়া৷
advertisement
7/8
রেজার: চুল তোলার জন্য ব্যবহৃত রেজার ব্যবহার করেও দিব্যি তোলা যায় উলের কাপড়ের রেশ৷ রোঁয়া ওঠা পোশাকটি সমতল জায়গায় ছড়িয়ে দিন৷ এবার খুব আলতোভাবে রেজার চালিয়ে রোঁয়াগুলো কেটে ফেলুন। এর জন্য পুরনো রেজার ব্যবহার করতে পারেন৷
advertisement
8/8
ওয়াশিং মেশিন: রোঁয়া ওঠা আটকাতে ধোয়ার সময়ও একটি বিষয় খেয়াল রেখে ধুতে পারেন৷ ওয়াশিং মেশিনে উলের কাপড় দিলে উল্টো করে দিন৷ এতে রোঁয়া পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Tips: দামি উলের পোশাক থেকে উঠছে রোঁয়া? চিরুনি, সেলোটেপ...৫ হ্যাক কাজে লাগালেই কেল্লাফতে! পুরনো সোয়েটার, মাফলারও হয়ে যাবে নতুন