শীতে ট্যাপ খুললেই চাই 'গরম' জল...? মিনিটে মিনিটে গিজার চালানো ছাড়ুন, শিখে নিন সহজ, নির্ঝঞ্ঝাট 'টেকনিক'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Winter Tank Tips: কেউ কেউ বার বার গিজার চালাতে থাকেন। আর তাতে মাসের শেষে আকাশ ছুঁয়ে যায় বিদ্যুতের বিল। কিন্তু জানেন কী এক্ষেত্রে শুধু কয়েকটি ঘরোয়া টেকনিক ম্যাজিকের মতো কাজ করতে পারে ট্যাঙ্কের জল গরম রাখতে? কী সেই পদ্ধতি? চলুন জেনে নেওয়া যাক জাকিয়ে শীত পড়ার আগেই।
advertisement
1/12

হাড়কাঁপানো শীতে ছাদের ট্যাঙ্কের জল খুব ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে সকালে কল খুলতেই যেন আতঙ্ক হয়ে যায়। কনকনে ঠান্ডা জল এতটাই ঠান্ডা হয়ে যায় যে মনে হয় হাতে জল তো নয়, যেন বরফ কুচি।
advertisement
2/12
ফি-শীতে এই জল ঠান্ডা হয়ে যাওয়া বা জমে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এর ফলে দৈনন্দিন কাজকর্ম মাথায় ওঠে। হাত ধোয়া স্নান করা অথবা বাসন মাজা, যে কোনও কাজেই জল ছুঁতেই হাত জমে যাওয়ার জোগাড় হয়।
advertisement
3/12
কেউ কেউ বার বার গিজার চালাতে থাকেন। আর তাতে মাসের শেষে আকাশ ছুঁয়ে যায় বিদ্যুতের বিল। কিন্তু জানেন কী এক্ষেত্রে শুধু কয়েকটি ঘরোয়া টেকনিক ম্যাজিকের মতো কাজ করতে পারে ট্যাঙ্কের জল গরম রাখতে? কী সেই পদ্ধতি? চলুন জেনে নেওয়া যাক জাকিয়ে শীত পড়ার আগেই।
advertisement
4/12
শীতকালে ট্যাঙ্কের জলকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হল তাপ নিরোধক সেট বা ফোমের আবরণ দিয়ে ঢেকে রাখা। এই আবরণ কুয়াশা, তুষারপাত এবং ঠান্ডা বাতাসকে ট্যাঙ্কে প্রবেশ করতে বাধা দেয়, যা জলের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখে।
advertisement
5/12
প্রচণ্ড ঠান্ডার সময় ছাদের ট্যাঙ্কের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার আরেকটি উপায় হল ট্যাঙ্কটিকে কালো রঙ করে ফেলা।
advertisement
6/12
এটি প্রচণ্ড ঠান্ডার সময়ও ট্যাঙ্কের জলকে স্বাভাবিক তাপমাত্রায় রাখবে, কারণ কালো রঙ তাপ শোষণ করে এবং হালকা সূর্যের আলোতেও দ্রুত তাপ অপচয় করে। এক্ষেত্রে মনে রাখবেন যে রঙটি জলরোধী এবং টেকসই হওয়া উচিত যাতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।
advertisement
7/12
শীতকালে, আপনার জলের ট্যাঙ্কটি এমন জায়গায় রাখুন যেখানে সর্বাধিক সূর্যালোক পাওয়া যায়। সূর্যের আলো প্রাকৃতিকভাবে ট্যাঙ্কটিকে উষ্ণ করে এবং ঠান্ডা বাতাসের প্রভাব কমাতে সাহায্য করে।
advertisement
8/12
প্রচণ্ড ঠান্ডায়, পুরনো তোষক বা কম্বল দিয়ে জলের ট্যাঙ্ক ঢেকে দিলেও স্বাভাবিক জলের তাপমাত্রা বজায় রাখা যায়। এটি বাইরের ঠান্ডা বাতাস ট্যাঙ্কে পৌঁছাতে বাধা দেয়, জলকে খুব ঠান্ডা হওয়া বা জমে যাওয়া থেকে রক্ষা করে।
advertisement
9/12
শীতকালে ট্যাঙ্কের জলের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য, কাঠের বা লোহার বাক্স ব্যবহার করা যেতে পারে। বাক্সটি দিয়ে ট্যাঙ্কটি ঢেকে দিন, অনেকসময় গ্রাম বাংলায় এমনটা চোখে পর্বে আপনাদের, যেখানে কাঠের বাক্সটি ট্যাঙ্কটিকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে এবং স্বাভাবিক জলের তাপমাত্রা বজায় রাখে।
advertisement
10/12
যদি খুব বেশি ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে ট্যাঙ্কের জলের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হল ওয়াটার হিটার ব্যবহার করা। এটি তীব্র শীতেও ট্যাঙ্কের জলের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে খুবই কার্যকর প্রমাণিত হয়।
advertisement
11/12
এক্ষেত্রে শেষ অবলম্বন হিসেবে, যদি আপনি আপনার ছাদে আপনার নতুন ট্যাঙ্ক স্থাপন করার পরিকল্পনা করেন, তাহলে একটি 'দ্বি-স্তরযুক্ত' ট্যাঙ্ক বেছে নিন। শীতকালে স্বাভাবিক জলের তাপমাত্রা বজায় রাখতে এই অতিরিক্ত স্তরটি আরও কার্যকর হতে পারে।
advertisement
12/12
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতে ট্যাপ খুললেই চাই 'গরম' জল...? মিনিটে মিনিটে গিজার চালানো ছাড়ুন, শিখে নিন সহজ, নির্ঝঞ্ঝাট 'টেকনিক'!