Tea For Diabetes Control: সুগার লেভেল থাকবে পারফেক্ট, লিকার হোক বা দুধ চা, জাস্ট মিশিয়ে দিন এই মশলা, কলেস্টেরল নিয়ে কোনও চিন্তা থাকবে না
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এই শীতে রোজ খান ধোঁয়া ওঠা দারুচিনির চা। শরীরকে চাঙ্গা ও প্রাণবন্ত করে তুলবে এই চা। শীতে এই চায়ের বিকল্প আর কিছু হতে পারেনা কখনই।
advertisement
1/6

এই শীতে রোজ খান ধোঁয়া ওঠা দারুচিনির চা। শরীরকে চাঙ্গা ও প্রাণবন্ত করে তুলবে এই চা। শীতে এই চায়ের বিকল্প আর কিছু হতে পারেনা কখনই।
advertisement
2/6
এই দারুচিনি চা দ্রুত অলসতা ভাব কাটিয়ে কাজের দিকে মন ফেরাবে আপনার। এই চা একপ্রকার ইমিউনিটি বুস্টার। এই কথা জানিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব।
advertisement
3/6
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে অসংখ্য উপকারিতা। দারুচিনি চা হৃদরোগের ঝুঁকি কমায়। এতে রয়েছে বিশেষ প্রকারের ট্রাইগ্লিসারাইড।
advertisement
4/6
দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি র্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। সেজন্য দারুচিনি চা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
advertisement
5/6
দারুচিনিতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। সেই কারণেই এটি আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সহায়তা করে।
advertisement
6/6
দারুচিনি রক্তে শর্করা হ্রাসকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। এছাড়াও ঠান্ডা লাগা ও কাশি উপশম করতে সাহায্য করে এই চা। তাহলে আর অপেক্ষা কিসের নিয়মিত খান এই চা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea For Diabetes Control: সুগার লেভেল থাকবে পারফেক্ট, লিকার হোক বা দুধ চা, জাস্ট মিশিয়ে দিন এই মশলা, কলেস্টেরল নিয়ে কোনও চিন্তা থাকবে না