TRENDING:

Winter Picnic Spot Near Kolkata: শীতের পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে ৫টি 'লাভলি' পিকনিক স্পট! অল্প সময়ে পৌঁছে যাবেন, রইল ঠিকানা

Last Updated:
 ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে সারাদিন কাটানোর আনন্দ আলাদা। আর সেই কারণেই কলকাতার এক ঘন্টার পথেই রয়েছে বেশ কিছু মনোরম, পরিচ্ছন্ন ও জনপ্রিয় পিকনিক স্পট, যেখানে শীতের রোদে মেতে ওঠা যায় আনন্দে।
advertisement
1/6
শীতের পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে ৫টি 'লাভলি' পিকনিক স্পট!অল্প সময়ে পৌঁছে যাবেন
শীত পড়তেই কলকাতা ও আশপাশে শুরু হয় ঘোরাঘুরি আর পিকনিকের রমরমা। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে সারাদিন কাটানোর আনন্দ আলাদা। আর সেই কারণেই কলকাতার এক ঘন্টার পথেই রয়েছে বেশ কিছু মনোরম, পরিচ্ছন্ন ও জনপ্রিয় পিকনিক স্পট, যেখানে শীতের রোদে মেতে ওঠা যায় আনন্দে।
advertisement
2/6
প্রথমেই উল্লেখযোগ্য টাকি, ইছামতির ধারের পিকনিক স্পট। কলকাতা থেকে খুব কাছেই এই নদীপাড়, আর শীতের সকালে ইছামতির ঢেউ দেখা ও নৌভ্রমণের মজা উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন। ভারত–বাংলাদেশ সীমান্তের শান্ত পরিবেশ আর সাজানো পিকনিক স্পট টাকিকে শীতকালীন ভ্রমণের বিশেষ আকর্ষণ করে তোলে।
advertisement
3/6
ইতিহাসপ্রেমী ভ্রমণকারীদের কাছে অনন্য আকর্ষণ ধান্যকুড়িয়া রাজবাড়ি ও তার আশপাশ। জমিদার আমলের দুর্লভ স্থাপত্য, প্রাচীন ভবন, খোলা মাঠ—সব মিলিয়ে ধান্যকুড়িয়া শুধু পিকনিকের নয়, ইতিহাস জানারও এক অপূর্ব জায়গা। কলকাতা থেকে কাছেই হওয়ায় সপ্তাহান্তে বহু মানুষ এখানে এসে দিন কাটান।
advertisement
4/6
টাকির পাশাপাশি শহরের খুব কাছে থাকা সত্ত্বেও এক নতুন মনোরম ঠিকানায় পরিণত হয়েছে ইছামতির ধারের হংকং উদ্যান। সাজানো লন, ছায়াময় বসার জায়গা, নদীর সান্নিধ্য এবং পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই স্পট দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। কলকাতা থেকে স্বল্প দূরত্বেই এমন নদীপাড়ের পরিবেশ পেয়ে অনেকে এখন এটাই বেছে নিচ্ছেন শীতের দিনের পিকনিকের জন্য।
advertisement
5/6
অন্যদিকে প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হিঙ্গলগঞ্জের সুন্দরবন কালিতলা অঞ্চল। কলকাতা থেকে খুব বেশি দূরে না হলেও এখানে রয়েছে সুন্দরবনের শুরু হওয়া ঘন সবুজ অরণ্য, নদীর ধারের নীরবতা এবং প্রকৃতির অমলিন সৌন্দর্য। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চাইলে এই অঞ্চল শীতের সেরা গন্তব্য। তবে নিরাপত্তা ও অনুমতির বিষয়ে সতর্ক থাকা জরুরি।
advertisement
6/6
এর পাশাপাশি বসিরহাট শহরের দীনেশচন্দ্র মজুমদার পিকনিক স্পট-ও কলকাতার মানুষের কাছে এখন যথেষ্ট পরিচিত। নিরিবিলি সবুজ পরিবেশ, পর্যাপ্ত বসার জায়গা এবং শহরসংলগ্ন সুবিধাজনক অবস্থানের কারণে বহু পরিবার এখানে পিকনিক করতে আসে। ছোটদের দৌড়ঝাঁপ বা বড়দের হল্লা—সবকিছুর জন্যই জায়গাটি উপযুক্ত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Picnic Spot Near Kolkata: শীতের পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে ৫টি 'লাভলি' পিকনিক স্পট! অল্প সময়ে পৌঁছে যাবেন, রইল ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল