Winter Lip Care: এই শীতে বিদায় জানান ফাটা ঠোঁটকে! খরচ ভুলে যান, সমাধান আছে রান্নাঘরেই
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জেনে নিন ঠোঁটের সুরক্ষায় কোন জিনিসগুলি হতে পারে আপনার হাতিয়ার।
advertisement
1/8

শীত মানেই দুপুরের মিঠে রোদ, শীত মানেই পিকনিকের মজা। শীতকাল এলেই এমন অনেক আনন্দে মন নেচে ওঠে। তবে এই সবের মাঝেই ভোগান্তি হয়ে দাঁড়ার ফাটা ঠোঁট, ফাটা গোড়ালি। সুন্দর ঠোঁটের রক্তাক্ত অবস্থা হয়ে দাঁড়ায় এই ঋতুর শুস্ক আবহাওয়ায়।
advertisement
2/8
অতি পরিচিত এই সমস্যায় ভুগছেন বেশিরভাগ সকলে। কিন্তু একগাদা টাকা খরচ করে কেনা লিপ বাম-সহ ঠোঁটের নানাবিধ প্রসাধনী দ্রব্যতেও কোনও কাজ হচ্ছে না। তবে বাড়ির রান্নাঘরে থাকা খুব সাধারণ কিছু দ্রব্যই হয়ে উঠতে পারে মুশকিল আসান। জেনে নিন ঠোঁটের সুরক্ষায় কোন জিনিসগুলি হতে পারে আপনার হাতিয়ার।
advertisement
3/8
নারকেল তেল: শীতের শুরুতে ঠাণ্ডা বাতাসের কারণে ঠোঁট ফাটা স্বাভাবিক। এ থেকে মুক্তি পেতে নারকেল তেল লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে এবং সারাদিনে এটি দিনে ২ থেকে ৩ বার লাগাতে পারেন। এটি করলে ঠোঁটের ফাটা সমস্যা দূর হবে এবং ত্বকও কোমল হবে।
advertisement
4/8
বাদাম তেল: শীতে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতেও বাদামের তেল উপকারী। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে বাদামের তেল লাগিয়ে আঙ্গুল দিয়ে ঠোঁটে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এতে আর্দ্রতা ভিতরের গভীরে পৌঁছে যাবে এবং ঠোঁটের ত্বক নরম হবে এবং ঠোঁটের রঙও গোলাপি হবে।
advertisement
5/8
মালাই বা দুধের ক্রিম: ফাটা ঠোঁটের সমস্যা থেকে পরিত্রাণ পেতে মালাইও খুব কার্যকরী। দুধের ক্রিম বা ননী রাতে শোয়ার আগে ঠোঁটে লাগান।
advertisement
6/8
মধু: ফাটা ঠোঁটের জন্যও মধু ব্যবহার করা যেতে পারে। আসলে, মধু ঠোঁটের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা শুষ্ক ও ফাটা ঠোঁট থেকে মুক্তি দেয়। এটি ঠোঁটে সংক্রমণের ঝুঁকিও কমায়। এছাড়াও এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল ঠোঁটের সৌন্দর্য বাড়ায়।
advertisement
7/8
হলুদ: ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু করলে এক চিমটি হলুদ একটু দুধে মিশিয়ে ঠোঁটে লাগান। প্রতি রাতে ঘুমানোর আগে এইভাবে লাগান। কাঁচা হলুদ পিষে ব্যবহার করলে আরও দ্রুত আরাম পাবেন।
advertisement
8/8
বিট: শরীরের জন্য উপকারী তো বটেই পাশাপাশি ঠোঁটের জন্যও অত্যন্ত উপকারী। বিট কুরে রস বের করে নিন। ঠোঁটে এই রস লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Lip Care: এই শীতে বিদায় জানান ফাটা ঠোঁটকে! খরচ ভুলে যান, সমাধান আছে রান্নাঘরেই