Winter Life Hacks: শীতে জুতো মোজা খুললেই দুর্গন্ধে অতিষ্ট? ঘোরয়া টোটকায় মিলবে সমাধান
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Winter Life Hacks: শীতে বেশিরভাগ মানুষই ঢাকা জুতো এবং মোজা পরেন। সারাদিন পা ঢাকা জুতোর সঙ্গে মোজা পরলে ঘামে ভিজে চটচটে হয়ে যায় পা।
advertisement
1/6

শীতে বেশিরভাগ মানুষই ঢাকা জুতো এবং মোজা পরেন। সারাদিন পা ঢাকা জুতোর সঙ্গে মোজা পরলে ঘামে ভিজে চটচটে হয়ে যায় পা।
advertisement
2/6
সেই পা থেকে বের হয় দুর্গন্ধ। এই সব পরিস্থিতির কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই বুঝে পাচ্ছেন না। কিছু ঘোরয়া টোটকায় মুক্তি মিলতে পারে এই সমস্যার।
advertisement
3/6
জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিতে হবে। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতো পরুন। দুর্গন্ধ থাকবে না।
advertisement
4/6
কোথাও বেরনোর আগে ঈষদুষ্ণ নুন জলে পা ডুবিয়ে রাখতে হবে মিনিট পনেরো। নুন ছত্রাক রোধ করতে সক্ষম। ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটাই। দুর্গন্ধ প্রতিরোধ করে।
advertisement
5/6
ফুটন্ত জলে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভাল করে মুছে নিন।
advertisement
6/6
স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে সারারাত কয়েকটি লবঙ্গ ফেলে রাখতে হবে। পরেরদিন সকালেই উপকার পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Life Hacks: শীতে জুতো মোজা খুললেই দুর্গন্ধে অতিষ্ট? ঘোরয়া টোটকায় মিলবে সমাধান