Winter Facial At Home: শীতে মুখের রুক্ষতা কাটবে এক রাতে, ত্বক হবে চাঁদের মতো চকচকে উজ্জ্বল, কোল্ড ক্রিম ফেল, এক ফোঁটা সস্তার এই 'লাভলি' জিনিসে ফেশিয়াল করুন ঘরে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সারা মুখে মিশ্রণটি হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। এবার ৫ মিনিট তা রেখে উষ্ণ গরম জলে একটা তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে। পরে মুখ ধুয়ে নিতে হবে।
advertisement
1/6

শীতে ত্বকের যত্ন অনেকে কম নেন। মুখে ক্রিম, লোশন লাগান। এর ফলে অনেকসময় বাইরে বের হলে মুখে ধুলো আটকে যায়।
advertisement
2/6
শীতকালে ত্বক এমনিতেই রুক্ষ্ম শুষ্ক হয়ে যায়। শীতে মেকআপ বেশি করতে হয় কিন্তু বেশি ফেসিয়ালের সুযোগ থাকে না। আর সেজন্য সপ্তাহে দু'দিন অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে।
advertisement
3/6
আমরা সকলেই জানি চুলের জন্য খুবই ভাল নারকেল তেল। তবে যদি সপ্তাহে দু'দিন নারকেল তেল গরম করে মুখে লাগানো যায় তাহলেও তা ত্বকের জন্য খুব ভাল।
advertisement
4/6
তবে নারকেল তেল সরাসরি না মেখে মুখে কিছু পদ্ধতি অবলম্বন করে মাখাতে হবে।চালগুঁড়োর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল আর এক চামচ উষ্ণ গরম জল মিশিয়ে মাখলে খুবই ভাল হয়।
advertisement
5/6
সারা মুখে মিশ্রণটি হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। এবার ৫ মিনিট তা রেখে উষ্ণ গরম জলে একটা তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে। পরে মুখ ধুয়ে নিতে হবে।
advertisement
6/6
এভাবে শীতকালে নারকেল তেল মুখে মেখে ত্বকের জেল্লা বাড়াতে পারেন। নারকেল তেল মুখে মাখার এই পদ্ধতিটি জানিয়েছেন বিউটিশিয়ান সুমনা পুরকাইত। তাহলে আর অপেক্ষা কিসের মুখে মাখুন নারকেল তেল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Facial At Home: শীতে মুখের রুক্ষতা কাটবে এক রাতে, ত্বক হবে চাঁদের মতো চকচকে উজ্জ্বল, কোল্ড ক্রিম ফেল, এক ফোঁটা সস্তার এই 'লাভলি' জিনিসে ফেশিয়াল করুন ঘরে