Lifestyle: ঘরের মধ্যে খালি পায়ে হাঁটেন? সাবধান! এইগুলো করছেন না তো?
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
শারীরিক আঘাত- খালি পায়ে ঘরে হাঁটলে পা পিছলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি পায়ে জুতো পরা থাকে সেক্ষেত্রে এই ধরনের আঘাত লাগার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়
advertisement
1/5

বাড়িতে খালি পায়ে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই। কিন্তু এই খালি পায়ে হাঁটাই ডেকে আনতে পারে অনেক ধরনের অসুখ। হতে পারে নানান ধরনের রোগও। এমনটাই জানাচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল সায়েন্সের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সুমোল রানা। ঘরের মধ্যে খালি পায়ে হাঁটা রীতিমত বিপদজনক বলেও জানান তিনি। ঘরের মধ্যে খালি পায়ে কী কী বিপদ হতে পারে তিনি কিছু বিষয় তুলে ধরেন-
advertisement
2/5
ঘরের মধ্যে খালি পায়ে হাঁটলে পরিচ্ছন্নতা বিঘ্নিত হয়। জুতো পড়ে থাকলে পায়ে কোনও ধরনের নোংরা,ধুলো কিংবা অন্যান্য বস্তু সহজে লাগে না ফলে পা পরিচ্ছন্ন থাকে।
advertisement
3/5
শারীরিক আঘাত- খালি পায়ে ঘরে হাঁটলে পা পিছলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি পায়ে জুতো পরা থাকে সেক্ষেত্রে এই ধরনের আঘাত লাগার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।
advertisement
4/5
ছত্রাক জাতীয় ইনফেকশন- বর্ষাকালে ঘরের মধ্যে খালি পায়ে হাঁটলে পায়ে ছত্রাক জাতীয় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু জুতো পরে থাকলে সেই প্রবণতা অনেকাংশেই কমে যায়।
advertisement
5/5
পা ফাটা- খালি পায়ে মার্বেলের উপর হাঁটলে বা ঘরের মেঝেতে হাঁটলে পায়ের স্পর্শকাতর চামড়া ফেটে যেতে পারে। কিন্তু জুতো আমাদের পা ফাটা থেকে সুরক্ষা প্রদান করে থাকে।