ডিম ভাজাকে 'অমলেট' কেন বলা হয়? অনেকেই জানেন না, রয়েছে বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Omlet- ডিম ভাজার পর অনেক সময় সেটির আকার হয় পাতলা প্লেটের মতো। অনেক সময় ডিম ভেজে হাফ ভাঁজ করে দেওয়া হয়। তাতে সেটি পাতলা প্লেটের মতো দেখতে হয়ে যায়।
advertisement
1/7

ডিম আমাদের অনেকেরই বেশ প্রিয়। সে ভাজা হোক, বা সেদ্ধ। ডিম হল সস্তায় প্রোটিনের উৎস।
advertisement
2/7
অনেক চিকিৎসকই রোজ অন্তত একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন। প্রোটিনের উৎস হিসেবে ডিমের জুড়ি মেলা ভার।
advertisement
3/7
ডিমের অন্য যে কোনও পদের তুলনায় হাফ বয়েল্ড-এ ক্যালরি কম৷ তেল বা মাখনে রান্না করা ফ্রায়েড এগ-এর তুলনায় এই খাবার যে বেশি স্বাস্থ্যসম্মত, তাতে কোনও সন্দেহ নেই৷
advertisement
4/7
তবে বাঙালি বাড়িতে ডিমের আরেকটি পদ বেশ জনপ্রিয়। তা হল জিম ভাজা বা অমলেট।
advertisement
5/7
কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, ডিম ভাজাকে কেন অমলেট বলা হয়! অনেকেই এর উত্তর জানেন না।
advertisement
6/7
আসলে অমলেট ফরাসি শব্দ। আর এই শব্দের অর্থ হল ছোট এবং পাতলা প্লেট।
advertisement
7/7
ডিম ভাজার পর অনেক সময় সেটির আকার হয় পাতলা প্লেটের মতো। অনেক সময় ডিম ভেজে হাফ ভাঁজ করে দেওয়া হয়। তাতে সেটি পাতলা প্লেটের মতো দেখতে হয়ে যায়।