TRENDING:

Chinrhe or Poha Side Effects: উপকার অনেক, তবুও গরমে ভুলেও 'এঁরা' মুখে তুলবেন না চিঁড়ে! কারা খেলেই মহাবিপদ? কাদের কী সমস্যা হতে পারে? জানুন

Last Updated:
Chinrhe or Poha Side Effects: চিঁড়েতে সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণ কম৷ তাই কিডনির সমস্যাতেও ডায়েটে রাখা যায় চিঁড়ে বা চিঁড়া৷ তবে উপকারী চিঁড়ের একাধিক ক্ষতিকর দিকও আছে৷ সে বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ৷
advertisement
1/11
উপকার অনেক,তবুও গরমে ভুলেও 'এঁরা' মুখে তুলবেন না চিঁড়ে! করা খেলেই মহাবিপদ? কী সমস্যা হবে?
*ভাত, মুড়ির পাশাপাশি গরমে চিঁড়ের কদর বাঙালি হেঁশেলে কোনও অংশে কম নয় ৷ গরমকালে শরীর ও মন ঠান্ডা করে চিঁড়ের ফলার৷ দুধ, দই, মিষ্টি দিয়ে মেখে তো বটেই, চিঁড়ে খাওয়া যায় পোলাও বা ভাজা করেও৷ এছাড়া সাধারণ দই-চিঁড়ে বা দুধ-চিঁড়েও খেতে ভালবাসে অনেকেই। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*নানা পুষ্টিগুণে ভরা চিঁড়ে খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ৷ কমে হৃদরোগের আশঙ্কা৷ বদহজম, পেটের রোগ সারিয়ে তোলে চিঁড়ের গুণ৷ হজমে সহায়ক চিঁড়ে দূর করে কোষ্ঠকাঠিন্য৷ সংগৃহীত ছবি।
advertisement
3/11
*চিঁড়েতে সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণ কম৷ তাই কিডনির সমস্যাতেও ডায়েটে রাখা যায় চিঁড়ে বা চিঁড়া৷ তবে উপকারী চিঁড়ের একাধিক ক্ষতিকর দিকও আছে৷ সে বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ৷ সংগৃহীত ছবি।
advertisement
4/11
*বিশেষজ্ঞ স্মিতা বরোদে বলেন, চিঁড়ে বেশি খেলে ভাল কোলেস্টেরলের পরিমাণ কমতে পারে শরীরে৷ ফলে দুর্বল হয়ে পড়তে পারে হৃদযন্ত্র৷ সংগৃহীত ছবি।
advertisement
5/11
*চিঁড়েতে শর্করার পরিমাণ বেশি৷ পাশাপাশি ট্রাইগ্লিসারাইডের ঘনত্বও বেশি৷ ডায়াবেটিসে পরিমিত পরিমাণে চিঁড়ে খাওয়াই ভাল৷ বেশি পরিমাণে খেলে সমস্যা তৈরি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*ডায়াবেটিকরা চিঁড়ের সঙ্গে মিষ্টি খাবার খাবেন না৷ বরং পোহা হিসেবে নোনতা চিঁড়ের পোলাও বানিয়ে খেতে পারেন৷ চিঁড়ের সঙ্গে নানা রকমের সবজি মিশিয়ে পোলাও বানিয়ে নিন৷ সংগৃহীত ছবি।
advertisement
7/11
*চিঁড়ে ভাল করে ভিজিয়ে নরম করে তবেই খাবেন৷ চিঁড়ে ভাল করে ধুয়ে জল ফেলে তবেই খান, নয়তো শক্ত চিঁড়ে চিবোতে গিয়ে দাঁত ও মাড়িতে সমস্যা হতে পারে৷ সংগৃহীত ছবি।
advertisement
8/11
*চিঁড়ের ফাইবার হজমে সাহায্য করে৷ দূরে রাখে পেটের নানা রোগ৷ কিন্তু বেশি পরিমাণে চিঁড়ে খেলে গ্যাস, পেটফাঁপা, পেটে ক্র্যাম্প ধরা-সহ নানা সমস্যা দেখা দিতে পারে৷ সংগৃহীত ছবি।
advertisement
9/11
*চিঁড়ে ভাল করে ধুয়ে তবেই খাবেন৷ অপরিষ্কার চিঁড়ে বা ভাল করে রান্না না করা চিঁড়ে খেলে খাদ্যে বিষক্রিয়ার সমস্যা দেখা দিতে পারে৷ সংগৃহীত ছবি।
advertisement
10/11
*প্রাতরাশে চিঁড়ে খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হয়৷ তাছাড়া চিঁড়ের দীর্ঘক্ষণ পেটে থাকে৷ ফলে অকারণে খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে ওজন বেড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*তবে সব খাবারের মতোই চিঁড়েরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ডায়েটে রাখুন চিঁড়ে৷ অবশ্যই পরিমিত পরিমাণে৷ সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chinrhe or Poha Side Effects: উপকার অনেক, তবুও গরমে ভুলেও 'এঁরা' মুখে তুলবেন না চিঁড়ে! কারা খেলেই মহাবিপদ? কাদের কী সমস্যা হতে পারে? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল