White Water Apple Benefits: জামরুলের উপকারিতা আপেল-পেয়ারার থেকেও বেশি! ডায়াবেটিস থেকে শুরু করে বহু জটিল রোগের যম!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
White Water Apple Benefits: জামরুল খেলেই বহু জটিল রোগ থেকে মুক্তি! শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতেই পারবে না! আপেল-পেয়ারার থেকেও বেশি পুষ্টিগুণ! জানুন
advertisement
1/6

আপনি কি জানেন একটা জামরুল খেলে যা আপনার তিনটে কমলা লেবু সমান। জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম, আনারস ও তরমুজের সমান। ক্যালসিয়ামের পরিমাণ লিচু ও কুলের সমান এবং আঙুরের দ্বিগুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি। আপনার শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ নির্মূল হতে পারে।
advertisement
2/6
জামরুলের উচ্চ মাত্রার ফাইবার থাকে যা হজমের জন্য দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্য বলতে কোনও সমস্যাই থাকে না। এর বিচি ডায়রিয়া প্রতিরোধে অনেকটা ওষুধের মতো কাজ করে।
advertisement
3/6
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এতে থাকা জাম্বোসাইন! এটি এক ধরনের ক্ষারজাতীয় উপাদান। এটি শর্করাকে চিনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ মানুষের দেহে ডায়াবেটিস রোগকে বাসা বাঁধতে দেয় না জামরুল। কাজেই জামরুল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনক পর্যায়ে যাবে না।
advertisement
4/6
ক্যানসার প্রতিরোধ জামরুলে রয়েছে ক্যানসার প্রতিরোধের অনেক উপাদান। তাই নিয়মিত জামরুল খেলে ক্যানসারের ঝুঁকি কমায় এবং ক্যানসার প্রতিরোধ করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ ফাইবার ও পুষ্টি উপাদানের সম্মিলিত উপস্থিতি দেহের কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কার্যকর।
advertisement
5/6
অ্যাথেরোসক্লেরোসিসের ঝুঁকিও কমে আসে উল্লেখযোগ্য হারে। কার্ডিওভাসকুলারবিষয়ক জটিলতা হ্রাস পায়। হার্ট অ্যাটাক, স্ট্রোক আর করোনারি রোগের ঝুঁকিও আপনাকে দুশ্চিন্তায় রাখবে না।
advertisement
6/6
জামরুলের কার্যকর ও শক্তিশালী উপাদানগুলো জীবাণু এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, ত্বকে ভাইরাস সংক্রমণ ঠেকায় এ ফল। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। (তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
White Water Apple Benefits: জামরুলের উপকারিতা আপেল-পেয়ারার থেকেও বেশি! ডায়াবেটিস থেকে শুরু করে বহু জটিল রোগের যম!