TRENDING:

হাতে-পায়ে চামড়া উঠছে? শরীরে 'বিপদ' সংকেত! জেনে নিন কোন ভিটামিনের অভাবে এমনটা হয় 

Last Updated:
শীতকালে অনেকের হাত-পা ফেটে যায় বা চামড়া ওঠে, কিন্তু যদি সারা বছর ধরেই হাতে-পায়ে খোসা উঠতে থাকে, তাহলে সেটি সৌন্দর্যের সমস্যা নয়, বরং স্বাস্থ্যের সতর্কবার্তা হতে পারে। জেনে নিন শরীর কোন সংকেত দিচ্ছে?
advertisement
1/10
হাতে-পায়ে চামড়া উঠছে? শরীরে 'বিপদ' সংকেত! জেনে নিন কোন ভিটামিনের অভাবে এমনটা হয় 
শীতকালে অনেকের হাত-পা ফেটে যায় বা চামড়া ওঠে, কিন্তু যদি সারা বছর ধরেই হাতে-পায়ে খোসা উঠতে থাকে, তাহলে সেটি সৌন্দর্যের সমস্যা নয়, বরং স্বাস্থ্যের সতর্কবার্তা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে বলা হয় ‘কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিকা (Keratolysis Exfoliatica)’।
advertisement
2/10
কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, হাতে-পায়ে চামড়া ওঠার পেছনে একাধিক কারণ থাকতে পারে — বংশগত বা জিনগত কারণ ত্বকের পুষ্টিহীনতা ও পরিচর্যার অভাব অতিরিক্ত ডিহাইড্রেশন (জলশূন্যতা) রোদে পোড়া বা অতিরিক্ত ঠান্ডা লাগা ঘন ঘন হাত ধোওয়া বা রাসায়নিকের সংস্পর্শে আসা শুষ্ক ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, একজিমা বা এরিথ্রোডার্মা তবে চিকিৎসকদের মতে, এর সবচেয়ে বড় কারণ ভিটামিনের ঘাটতি। কিন্তু কোন ভিটামিন? আসুন, বুঝে নেওয়া যাক। 
advertisement
3/10
ভিটামিন এ (Vitamin A) ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে ও ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এর অভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। 👉 উৎস: কুমড়ো, গাজর, পাকা পেঁপে, পালং শাক, দুধ, ডিম।
advertisement
4/10
ভিটামিন বি১২ (Vitamin B12) লাল রক্তকণিকা তৈরি ও স্নায়ুর কার্যকারিতায় ভূমিকা রাখে। এর অভাবে শরীরে ক্লান্তি, ত্বকের রঙ পরিবর্তন ও কোষ ক্ষয় দেখা দিতে পারে। 👉 উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছোলা।
advertisement
5/10
ভিটামিন সি (Vitamin C) ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, কোষকে রক্ষা করে। 👉 উৎস: কমলা, লেবু, পেয়ারা, আমলকি, টমেটো।
advertisement
6/10
ভিটামিন ডি (Vitamin D) হাড় মজবুত রাখার পাশাপাশি ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। এর ঘাটতিতে শরীরে ব্যথা, ক্লান্তি ও ত্বকের সমস্যা দেখা দেয়। 👉 উৎস: রোদে থাকা, মাছ, ডিমের কুসুম, দুধ।
advertisement
7/10
ভিটামিন ই (Vitamin E) ত্বকের রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটি ত্বককে মসৃণ রাখে ও মৃত কোষের পুনর্জন্ম ঘটায়। এর অভাবে ত্বক খসখসে হয়ে ছাল উঠতে পারে। 👉 উৎস: তৈলাক্ত মাছ, আভোকাডো, বাদাম, সূর্যমুখী তেল, অঙ্কুরিত শস্য।
advertisement
8/10
চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন বি৩-এর অভাব বা ভিটামিন এ-এর অতিরিক্ত উপস্থিতি থাকলেও হাতে-পায়ে চামড়া উঠতে পারে। তাই খাদ্যতালিকায় রাখুন প্রচুর সবুজ শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার— এতে শরীর যেমন সুস্থ থাকবে, ত্বকও হবে উজ্জ্বল ও কোমল।
advertisement
9/10
হাতে-পায়ে চামড়া ওঠা কখনও অবহেলা করার মতো বিষয় নয়। যদি নিয়মিত এমনটা দেখতে পান, তবে প্রথমে খাদ্যাভ্যাস ঠিক করুন।
advertisement
10/10
তাও না কমলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ সুন্দর ত্বক শুধু বাহ্যিক পরিচর্যায় নয়—ভিতর থেকে সঠিক পুষ্টিই দেয় প্রকৃত উজ্জ্বলতা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
হাতে-পায়ে চামড়া উঠছে? শরীরে 'বিপদ' সংকেত! জেনে নিন কোন ভিটামিনের অভাবে এমনটা হয় 
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল