Good Cholesterol Level Increase Home Remedy: লাফে লাফে বাড়বে ভাল কোলেস্টেরলের লেভেল, ৭০% কোকো ভরা চকোলেট খান, ভিটামিন এ-বি-সি-কে-র ঘাটতি পূরণ করবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, মানসিক চাপ কমায় চকোলেট ,জানুন ডার্ক চকলেটের উপকারিতা কতটা?
advertisement
1/6

চকলেট সবার কাছে খুব পছন্দের। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উপহার হোক কিংবা পছন্দের মানুষকে চকলেট দেওয়া চাই। তবে এই চকলেটের গুন আপনাকে অবাক করবে।
advertisement
2/6
অনেকেরই পছন্দের তালিকায় থাকে ডার্ক চকলেট। মানসিক চাপ হোক কিংবা পিরিয়ডের সময় মুড সুইং, যেকোনও সমস্যা থেকে মুক্তি দেয় ডার্ক চকলেট।
advertisement
3/6
ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এর মত একাধিক খনিজ উপাদান।
advertisement
4/6
পুষ্টিবিদ অমিতাভ দাস বলেন, ডাক চকলেট ত্বকের সুস্থতা রাখে, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এছাড়াও বুদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
5/6
বিশেষজ্ঞরা মনে করেন, ডার্ক চকোলেট যা কমপক্ষে 70% কোকোতে প্রচুর প্রয়োজনীয় পুষ্টি রয়েছে । এতে আয়রন, ম্যাগনেসিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজ বেশি থাকে। এটিতে ক্যালসিয়াম, পটাসিয়াম এবং জিঙ্কের পাশাপাশি ভিটামিন এ, বি, ই এবং কে থাকে।
advertisement
6/6
তাই স্বাভাবিকভাবে অন্যান্য চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট খেলে অনেকটাই উপকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Good Cholesterol Level Increase Home Remedy: লাফে লাফে বাড়বে ভাল কোলেস্টেরলের লেভেল, ৭০% কোকো ভরা চকোলেট খান, ভিটামিন এ-বি-সি-কে-র ঘাটতি পূরণ করবে